সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঠে তাঁকে আগ্রাসী রূপেই চেনে ক্রিকেটদুনিয়া। কিন্তু সেই বিরাট কোহলিও ভেঙে পড়েছিলেন কান্নায়। না, আইপিএল জয়ের পর আনন্দাশ্রু নয়। এই কান্না সত্যিই বেদনায়। বাথরুমে গিয়ে চোখের জলে ভেসেছিল কোহলি-সহ টিম ইন্ডিয়ার প্রত্যেক প্লেয়ারই। সম্ভবত, সেদিন ভারতের ক্রিকেটপ্রেমীরাও কেঁদেছিলেন। সেই গল্প শোনালেন যুজবেন্দ্র চাহাল।
২০২৩-র ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে উঠে হেরেছিল ভারত। সেটা ছিল দেশের মাটিতে। দু’বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। সম্প্রতি একটি পডকাস্টে এসে চাহাল জানান, তিনি গোটা ভারতীয় দলকে কাঁদতে দেখেছিলেন ২০১৯-র বিশ্বকাপ সেমিফাইনালে হারের পর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৪০ রান তাড়া করতে নেমে ভারত ১৮ রানে হারে।
চাহাল বলছেন, “আমি শেষ ব্যাটার ছিলাম। যখন আমি কোহলির পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন দেখি ওর চোখে জল। ২০১৯-এ আমি সবাইকে বাথরুমে গিয়ে কাঁদতে দেখেছিলাম। কোহলিও বাথরুমে গিয়ে কেঁদেছিল।” গোটা টুর্নামেন্টে কোহলি ভালো খেলেছিলেন। তবে সেমিফাইনালে মাত্র ১ রানে আউট হন। অন্যদিকে চাহাল ওই ম্যাচে ১০ ওভারে দিয়েছিলেন ৬৩ রান। পেয়েছিলেন শুধু কেন উইলিয়ামসনের উইকেট।
সেটা নিয়ে আফসোস রয়েছে চাহালের। তিনি বলেন, “ওটা ছিল মাহি ভাইয়ের (মহেন্দ্র সিং ধোনি) শেষ ম্যাচ। আমার ভালো খেলা উচিত ছিল। আজও আফসোস হয়। আরেকটু ভালো বল করা উচিত ছিল। ১০-১৫ রান বেশি দিয়ে ফেলেছি। কিন্তু কখনও কখনও এমন কিছু ঘটে যায়, যাতে কারও নিয়ন্ত্রণ থাকে না। সেমিফাইনালের মতো ম্যাচে এত রান দেওয়া উচিত হয়নি। আমার মাথা ঠান্ডা উচিত ছিল।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.