Advertisement
Advertisement
Yuzvendra Chahal

লন্ডনের রাস্তায় একসঙ্গে ঘোরা, ইনস্টাগ্রামে খুনসুটি, প্রেম আর গোপন করছেন না চাহাল-মাহভাশ!

ক্রিকেট মাঠ থেকে ছুটি কাটানো-সব কিছুতেই একসঙ্গে দেখা গিয়েছে চাহাল-মাহভাশকে।

Yuzvendra Chahal seen with RJ Mahvash in London

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:July 20, 2025 5:10 pm
  • Updated:July 20, 2025 5:10 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমের গুঞ্জন আরও বাড়িয়ে ফের একসঙ্গে ধরা দিলেন যুজবেন্দ্র চাহাল এবং আরজে মাহভাশ। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, লন্ডনের রাস্তায় একসঙ্গে ঘুরছেন তাঁরা। তারপর থেকেই ফের চর্চা চলছে, তাহলে কি একে অপরকে মন দিয়ে ফেলেছেন দু’জনে?

Advertisement

ধনশ্রী বর্মার সঙ্গে বিচ্ছেদের আগে থেকেই চাহালের পাশে নিয়মিত দেখা যেত আরজে মাহভাশকে। ব্যক্তিগত জীবনে ঝড়, দীর্ঘদিন জাতীয় দলের বাইরে। ভোগাচ্ছে চোট-আঘাতের সমস্যাও। কিন্তু চাহালের পাশে বারবার দেখা গিয়েছে মাহভাশকে। উৎসাহ দেওয়ার জন্য স্টেডিয়ামে থেকেছেন। আবার সোশাল মিডিয়ায় পোস্টও করেছেন। সেই মাহভাশের সঙ্গে চাহালের সম্পর্ক নিয়ে চর্চাও কম নয়। নেটিজেনদের সকলেরই প্রশ্ন, চাহালের সঙ্গে মাহভাশের সম্পর্কটা ঠিক কী?

দিনকয়েক আগেই মাহভাশের সঙ্গে সম্পর্ক নিয়ে ইঙ্গিতবাহী মন্তব্য করেছিলেন চাহাল। দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’তে কথোপকথন চলাকালীন চাহালের ব্যাগ থেকে বেরয় সাদা রঙের একটি সাদা শার্ট, সেখানে লাল লিপস্টিকের দাগ। সঙ্গে সঙ্গে তারকা স্পিনারকে জিজ্ঞাসা করা হয়, কী চলছে তাঁর জীবনে? গোটা দেশ তো সেটা জানতে চায়। সেই প্রশ্নের জবাবে হাসিমুখে চাহাল বলেন, “সেই প্রশ্নের উত্তর তো গোটা ভারত জেনেই গিয়েছে।”

এই কথোপকথনের দৃশ্য ছড়িয়ে পড়ার পরেই নেটদুনিয়ায় তুমুল জল্পনা। মাহভাশ এবং চাহালকে নিয়ে দেশজুড়ে চর্চা চলছেই। সেই চর্চাকেই কি মান্যতা দিলেন তারকা স্পিনার? নেটিজেনদের চর্চার মাঝেই এবার লন্ডনে দেখা গেল চাহাল-মাহভাশকে। শনিবারই চাহালকে নিয়ে খুনসুটি করে ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছিলেন মাহভাশ। পরের দিনই একসঙ্গে ঘুরতে দেখা গেল তাঁদের। ক্রিকেট মাঠ থেকে ছুটি কাটানো-সব কিছুতেই একসঙ্গে দেখা গিয়েছে চাহাল-মাহভাশকে। এবার কি তবে একসঙ্গে জীবন কাটানোর পথে তাঁরা?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ