Advertisement
Advertisement
Cristiano Ronaldo

EXCLUSIVE: নিরাপত্তা ও মাঠ খতিয়ে দেখতে ভারতে আসছে রোনাল্ডোর টিম, সিআর সেভেন আসবেন কি?

পর্তুগিজ মহাতারকা ভারতে আসবেন কি না কবে জানা যাবে?

Cristiano Ronaldo's team is coming to India to inspect security and the field, will CR Seven come?
Published by: Prasenjit Dutta
  • Posted:October 15, 2025 3:33 pm
  • Updated:October 15, 2025 3:57 pm   

বিশেষ সংবাদদাতা: বৃহস্পতিবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর টিম আসছে গোয়ায়। নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ ও পর্যালোচনা করে দেখবে তারা। খতিয়ে দেখা হবে মাঠের অবস্থাও। এরপর শুক্রবার ফিরে গিয়ে শনিবার জানাবে, ভারতে খেলতে আসবেন কি না সিআর৭। নিরাপত্তা নিয়ে বৈঠকও হওয়ার কথা এদিন।

Advertisement

এসিএল টু’য়ের যে গ্রুপ বিন্যাস তাতে গ্রুপ ডি’তে রয়েছে এফসি গোয়া। ওই গ্রুপে আল নাসের ছাড়াও রয়েছে আল জাওরা এসসি এবং এফসি ইস্তিকলোল। নিয়ম অনুযায়ী, অ্যাওয়ে ম্যাচ খেলতে গোয়ায় আসবে আল নাসের। কিন্তু সেই দলের সঙ্গে রোনাল্ডো আসবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কারণ আল নাসেরের সঙ্গে রোনাল্ডোর চুক্তি অনুযায়ী, দলের হয়ে অ্যাওয়ে ম্যাচ খেলতে তিনি বাধ্য নন।

এখনও পর্যন্ত যা খবর, তাতে এসিএল দুইয়ের ম্যাচের আগে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে গোয়ায় আসছেন রোনাল্ডোর ম্যানেজার এবং নিরাপত্তা আধিকারিক। গতবার এসিএল ২’তে মুম্বই সিটি এফসির সঙ্গে একই গ্রুপে ছিল আল হিলাল। সেই সময়ে আল হিলালে ছিলেন ব্রাজিলীয় তারকা নেইমার। কিন্তু চোটের কারণে সেই ম্যাচে খেলতে পারেননি তিনি। ফলে নেইমারের ফুটবল দেখা থেকে বঞ্চিত ছিল ভারত। সেই কারণে এবার রোনাল্ডোকে দেখার সুযোগও হাতছাড়া হোক, সেটা চাইছেন ভারতীয় ফুটবলপ্রেমীরা।

উল্লেখ্য, ২২ অক্টোবর ফাতোরদা স্টেডিয়ামে এফসি গোয়ার মুখোমুখি হওয়ার কথা রোনাল্ডোর ক্লাব আল নাসরের। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সব কিছু ঠিকঠাক চললে ১৯ বা ২০ অক্টোবর আল নাসেরের গোয়ায় আসার কথা। আল নাসরের দলে সাদিও মানে এবং জোয়াও ফেলিক্সের মতো তারকারাও থাকার কথা। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ