সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঙালি নির্যাতন, বাংলা ভাষাকে ‘বাংলাদেশি’ বলে দাগিয়ে দেওয়া-সমস্ত কিছুই গত কয়েকদিনে ঘটে গিয়েছে। এবার সেই নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হল ইস্টবেঙ্গল। বুধবার ডুরান্ড কাপের ম্যাচ খেলতে নেমেছিল লাল-হলুদ ব্রিগেড। সেই ম্যাচের গ্যালারিতে দেখা গেল বিশাল ব্যানার, সেখানে লেখা, ‘ভারত স্বাধীন করতে সেদিন পরেছিলাম ফাঁসি/ মায়ের ভাষা বলছি বলে, আজকে বাংলাদেশি।’
গত মাসখানেক ধরেই দেশজুড়ে বাঙালি বিদ্বেষ লাফিয়ে বেড়েছে। প্রথমে শুরু হয়েছিল বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাঙালিদের ধরপাকড়। বৈথ নথিপত্র থাকা সত্ত্বেও বাঙালি শ্রমিকদের পাঠিয়ে দেওয়া হচ্ছিল বাংলাদেশে। যথাযথ ভারতীয় নাগরিকত্বের প্রমাণ থাকা সত্ত্বেও বারবার বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়েছে বাঙালিদের। সম্প্রতি দিল্লি পুলিশের সরকারি চিঠিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, বাংলা হল বাংলাদেশিদের ভাষা।
এই ঘটনা নিয়ে ক্ষোভে ফুঁসছে গোটা পশ্চিমবঙ্গ। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল। এরপরই দিল্লি পুলিশের সমর্থনে এক্স হ্যান্ডেলে বিতর্কিত পোস্ট করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তাঁর দাবি, ‘বাংলা বলে কোনও ভাষাই নেই। বাঙালি বলতে জাাতিসত্তাকে বোঝায়, এটা ভাষাগত অভিন্নতা নয়। তাই দিল্লি পুলিশ যখন বাংলাদেশি ভাষার কথা উল্লেখ করছে, এটা তখন অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার জন্য। এর সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষের ব্যবহৃত বাংলা ভাষাভাষির কোনও যোগ নেই।’
কেবল রাজনৈতিক নেতৃত্ব নন, আমজনতাও ক্ষোভে ফুঁসছে বাঙালিদের এহেন নির্যাতনের ঘটনায়। এবার সেই প্রতিবাদ দেখা গেল ফুটবল মাঠেও। বাংলা ভাষার পক্ষে গর্জে উঠে ইস্টবেঙ্গল সমর্থকরা হুঙ্কার দিয়েছেন, ‘ভারত স্বাধীন করতে সেদিন পরেছিলাম ফাঁসি/ মায়ের ভাষা বলছি বলে, আজকে বাংলাদেশি।’ উল্লেখ্য, এদিনের ম্যাচে নামধারী এফসিকে ১-০ হারিয়ে ডুরান্ড কাপের নকআউটের টিকিট নিশ্চিত করেছে ইস্টবেঙ্গল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.