সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্পেনের বিখ্যাত ক্লাব বার্সেলোনা এফসি (FC Barcelona) বিখ্যাত ক্লাবগুলোকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছে। সেই পোস্টে পৃথিবীখ্যাত ক্লাবগুলোর মধ্যে রয়েছে ইস্টবেঙ্গল ক্লাবও (East Bengal Club)।
বরুসিয়া ডর্টমুন্ড, বায়ার্ন মিউনিখ, বোকা জুনিয়র্স, জুভেন্টাস, সাও পাওলো ফুটবল ক্লাব, অ্যাটলেটিকো মাদ্রিদ-সহ আরও অনেক ফুটবল ক্লাবের লোগো সম্বলিত সেই পোস্টে রয়েছে লাল-হলুদ মশালও। পোস্টে দেখা যাচ্ছে ভারতের চেন্নাইয়িন ক্লাবের লোগোও। পোস্টটিতে লেখা, ‘দিস ইজ সো স্যাটিসফাইং।’ বার্সার ফেসবুকে পেজে এই পোস্ট দেখার পরে ইস্টবেঙ্গল সমর্থকদের কেউ লিখেছেন, ”লাল-হলুদ জগৎময়। লাভ ফ্রম ইন্ডিয়া। জয় ইস্টবেঙ্গল।” বেশিরভাগ লাল-হলুদ সমর্থকরাই লিখেছেন, ‘জয় ইস্টবেঙ্গল’। আরেক ভক্ত লিখেছেন, ”আমাদের মাতৃসম ইস্টবেঙ্গল ক্লাবের লোগো দেখে গর্ববোধ হচ্ছে।”
ভক্তরা এমনই সব প্রতিক্রিয়া দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় বার্সার ফেসবুক পোস্টটি দেখার পরে। ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে যে বার্তা পাঠানো হয়েছে বার্সার ফেসবুক পোস্টের প্রেক্ষিতে, তাতে লেখা, ”এফসি বার্সেলোনা তাদের ফেসবুক পেজ-এ পৃথিবীর সেরা ক্লাবগুলো নিয়ে একটি পোস্ট করেছে, সেখানে আমাদের ক্লাব স্থান পেয়েছে দেখে আমরা অত্যন্ত গর্বিত।”
So satisfying 💙❤️
🖊️
— FC Barcelona (@FCBarcelona)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.