Advertisement
Advertisement
East Bengal

ইস্টবেঙ্গলের পথে স্প্যানিশ ডিফেন্ডার, একাধিক বিদেশির স্ট্রাইকারের দিকেও নজর লাল-হলুদের

মোহনবাগানে অভিষেক সিংয়ের মেডিকেল টেস্ট কবে?

A Spanish defender is confirm in East Bengal as Abhishek Singh is going to Mohun Bagan

ফাইল ছবি

Published by: Arpan Das
  • Posted:June 28, 2025 1:16 pm
  • Updated:June 28, 2025 2:20 pm  

দুলাল দে: এফএসডিএল এখনও সরকারিভাবে জানাতে পারেনি, ঠিক কবে থেকে আইএসএল শুরু হবে। তবে ক্লাবগুলির সঙ্গে তাদের যে আলোচনা হয়েছে, তাতে পরিস্কার ইঙ্গিত রয়েছে, নিজেদের মতো করে ক্রীড়াসূচি থেকে সবরকম ভাবে আইএসএল করার জন্য তৈরি থাকছে এফএসডিএল। কারণ, তারাও চাইছে, ভারতীয় ফুটবলের স্বার্থে সব পক্ষই এক জায়গায় এসে একটা সমাধান সূত্রে বের করে এই মরশুমের আইএসএলটা শুরু করে দিতে। পরে ফেডারেশনের নির্বাচন হয়ে গেলে নতুন কমিটির সঙ্গে আলোচনায় বসে দু’পক্ষ নতুন চুক্তিপত্র ঠিক করবে।

এফএসডিএলের তরফে এরকম ইঙ্গিত পেয়েই দল গড়ার কাজ অব্যাহত রেখেছে মোহনবাগান। আর সেভাবেই অনেকদিন ধরে আলোচনার পর পাঞ্জাব এফসির লেফট ব্যাক অভিষেক সিংকে চূড়ান্ত করে ফেলেছে মোহনবাগান। হয়তো দু’একদিনের মধ্যে মোহনবাগানের জন্য অভিষেককে মেডিকেল টেস্টও দিতে হবে। কয়েকদিন ধরে অভিষেককে নিয়ে মোহনবাগানের পাশাপাশি ইস্টবেঙ্গল এবং এফসি গোয়াও টানাটানি করছিল। কিন্তু আইএসএল নিয়ে অনিশ্চয়তা দেখা দিতেই ইস্টবেঙ্গল কোনও ফুটবলারকেই আর চুক্তিপত্রে সই করাচ্ছে না। অভিষেক সিং হাতছাড়া হতেই এফসি গোয়ার লেফট ব্যাক জয় গুপ্তার সঙ্গে পাকা কথা বলে নিয়েছে ইস্টবেঙ্গল।

কিন্তু লাল-হলুদ কর্তারা ঠিক করেছেন, যতদিন না আইএসএল নিয়ে চূড়ান্ত কিছু সরকারিভাবে জানা যাচ্ছে, ততদিন জয় গুপ্তা কেন, কাউকেই চুক্তিপত্রে সই করানো হবে না। কারণ, কোনও কারণে আইএসএল না হলে ফুটবলারটিকে চুক্তির পুরো টাকা দিতে হবে। যেমন একজন স্প্যানিশ ডিফেন্ডারের সঙ্গে কথা বার্তা ফাইনাল হয়ে গিয়েছে ইস্টবেঙ্গলের। কিন্তু তারপরেও চুক্তিপত্রে সই না করানোর একটাই কারণ, যতক্ষণ না, এফএসডিএল সরকারিভাবে ক্যালেন্ডার জানাবে, ততক্ষণ কথা বলে রাখা হবে। কিন্তু চুক্তিপত্রে সই হবে না। এভাবেই আফ্রিকা, ইউরোপ মিলিয়ে আপাতত চারজন বিদেশি স্ট্রাইকারের সঙ্গে কথা বলে নিয়েছেন এই মরশুমে লাল-হলুদের দায়িত্বপ্রাপ্ত কর্তারা। যে মুহূর্তে আইএসএল-এর তারিখ জানা যাবে, এদের মধ্য থেকে একজনকে চূড়ান্ত করে নেওয়া হবে। তবে কয়েকদিন আগে সার্বিয়ান ডিফেন্ডার ইভানের সঙ্গে ফের কথা শুরু হলেও, তাঁকে আপাতত আলোচনার স্তর থেকে পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে।

মোহনবাগানের অবশ্য সেসব সমস্যা নেই। দলের নব্বই শতাংশ ফুটবলারকে রেখে দেওয়া হচ্ছে। অভিষেক, ব্রাজিলিয়ান মিডফিল্ডার রবসন-সহ যে ক’জনকে চূড়ান্ত করা হয়েছে, তাঁদের সঙ্গে চুক্তি পাকা করে নেওয়া হচ্ছে। কারণ, তারাও জানে, সময়ের সামান্য হেরফের হলেও এই মরশুমের আইএসএল ঠিকই হবে।

এই মরশুমের আইএসএল হওয়ার অনিশ্চয়তা প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে ইস্টবেঙ্গলের অন্যতম শীর্ষ কর্তা দেবব্রত সরকার বললেন, “আমার স্থির বিশ্বাস, এই মরশুমে আইএসএল ঠিকই হবে। একটা সমস্যা তৈরি হয়েছে। তবে ভারতীয় ফুটবলের স্বার্থে সব পক্ষই এসে সমস্যার সমাধান করে নেবে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement