সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহামেডান স্পোর্টিংয়ের এক সমর্থকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এল ময়দানে। বৃহস্পতিবার কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে খেলা ছিল মহামেডান স্পোর্টিং ও আর্মি রেড দলের। প্রিয় দল মহামেডান স্পোর্টিংয়ের খেলা দেখতে গিয়ে প্রয়াত হন ৫৬ বছর বয়সি শেখ সিরাজ।
বৃহস্পতিবার মহামেডান স্পোর্টিং ও আর্মি রেড দলের ম্যাচটি ছিল নৈশালোকে। সেই ম্যাচ দেখতে এসেই যে বেঘোরে দিতে হবে প্রাণ তা কি আর জানতেন সেই সাদা-কালো সমর্থক! হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন খিদিরপুর মসজিদ গলির বাসিন্দা সিরাজ। তিনি রাজকুমার নামেই পরিচিত ছিলেন।
আইএফএ এর অ্যাম্বুল্যান্সে তাঁকে পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। রাতে তাঁর বাড়িতে গিয়ে শোকগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত ও সহ সভাপতি সৌরভ পাল, দিলীপ নারায়ণ সাহা, মহামেডান স্পোর্টিং ক্লাব সচিব ইশতিয়াক আহমেদ। সিরাজের পরিবারকে সমবেদনা জানান তাঁরা।
এদিকে, মহামেডান ও আর্মি রেড দলের খেলা ১-১ গোলে শেষ হয়। শেষ মুহূর্তের পেনাল্টিতে কোনও রকমে ম্যাচ ড্র করে সাদা-কালো শিবির। খেলা চলাকালীন মহামেডান গ্যালারি উত্তপ্ত হয়ে ওঠে। গ্যালারি থেকে উড়ে আসে চেয়ার-জলের ড্রাম। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় মহামেডান স্পোর্টিং মাঠ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.