সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবার ফিরল ‘র্যামসে অভিশাপ’! বিশ্বফুটবলে বহুল প্রচলিত এক ধারণা নিয়ে ফের হইচই শুরু হয়েছে। সেটা কী? অনেকে দাবি করেন, ওয়েলসের ফুটবলার অ্যারন র্যামসে গোল করলেই নাকি বিশ্বের কোনও পরিচিত মানুষ মারা যান। নেটিজেনরা এই ‘তত্ত্বের’ সমর্থনে প্রমাণও খাঁড়া করেন। এবার জর্জিও আর্মানির প্রয়াণের পর সেই ‘র্যামসে অভিশাপ’ নিয়ে চর্চা শুরু।
৩৪ বছর বয়সি মিডফিল্ডার আর্সেনাল, নটিংহ্যাম সিটি, জুভেন্টাস, কার্ডিফ সিটিতে খেলেছেন। দেশের হয়ে ২১টি গোলের পাশাপাশি ক্লাব ফুটবলে ৭৮টি গোল করেছেন গ্যারেথ বেলের প্রাক্তন সতীর্থ। তার মধ্যে ২২টি গোল নিয়ে ফুটবলমহলে অন্য ধরনের ‘সন্দেহ’ রয়েছে। যার সূত্রপাত ২০১১-র মে মাসে একটি গোল থেকে। তার একদিন পর মারা যায় ওসামা বিন লাদেন। তারপর স্টিভ জোবস, মুয়াম্মর গদ্দাফি, পল ওয়াকার, রবিন উইলিয়ামস, অ্যালান রিকম্যানদের মৃত্যুতে ‘সন্দেহ’ আরও দানা বাঁধে। কারণ বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের পরিচিত মানুষদের মৃত্যুর একদিন, দুদিন, বড়জোর তিনদিন আগে গোল করেছেন অ্যারন রামসে। তাহলে কী…? সেই থেকেই শুরু হয় ‘র্যামসে অভিশাপে’র গল্প।
সম্প্রতি ইটালির কিংবদন্তি ফ্যাশান ডিজাইনার জর্জিও আর্মানি প্রয়াত হয়েছেন। তাতে অনেক ফুটবল সমর্থক আবিষ্কার করেছেন, আর্মানির প্রয়াণের তিনদিন আগে গোল করেছেন র্যামসে। তিনি বর্তমানে মেক্সিকোর ক্লাব ইউনিভার্সিদাদ ন্যাশিওনাল এসি’তে খেলেন। সংক্ষেপে যাকে ‘পুমাস’ বলে ডাকেন ভক্তরা। সম্প্রতি অ্যাটলাস এফসি’র বিরুদ্ধে তাদের ম্যাচে গোল করে দলকে জেতান র্যামসে। তার তিনদিন পর আর্মানির প্রয়াণে নেটিজেনরা ‘অভিশাপে’র গল্প ফিরিয়ে আনছেন। অনেকেই লিখছেন, ‘র্যামসে অভিশাপ ফিরল নাকি?’
For those who don’t understands what Aaron Ramsey curse means read till the end.
It is a superstition that anytime Ramsey score a goal, a popular figure dies the next day.
A thread on the various Aaron ramsey causes— Winning ways (@Everythingbol)
R.I.P Giorgio Armani. You were a victim of the Aaron Ramsey curse in 2025.
— Denis (@i_am_denis10)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.