Advertisement
Advertisement
ISL

সুপ্রিম কোর্টে যৌথ প্রস্তাব পেশ করল ফেডারেশন-FSDL, কাটছে আইএসএল জট?

আগামী সোমবার চূড়ান্ত রায় বেরবে এই ইস্যুতে।

AIFF and FSDL submit joint proposal on ISL at Supreme Court
Published by: Anwesha Adhikary
  • Posted:August 28, 2025 7:03 pm
  • Updated:August 28, 2025 7:09 pm  

দুলাল দে: ডিসেম্বরেই শুরু করতে হবে আইএসএল। সুপ্রিম কোর্টের কাছে বৃহস্পতিবার যৌথভাবে প্রস্তাব পেশ করেছে ফেডারেশন এবং এফএসডিএল। সেখানেই এফএসডিএল জানিয়ে দিল, তারা এই মুহূর্তে আইএসএল করবে না। ফেডারেশনকে বলল, টেন্ডার ডাকতে। আপাতত এই যৌথ প্রস্তাব নিয়ে ভাবনাচিন্তা করবে শীর্ষ আদালত। আগামী সোমবার চূড়ান্ত রায় বেরবে এই ইস্যুতে।

Advertisement

সুপ্রিম কোর্টে পেশ করা যৌথ প্রস্তাবে বলা হয়েছে, পুরনো চুক্তির শর্ত অনুযায়ী, চুক্তির মেয়াদ শেষে এফএসডিএলকে প্রথম প্রস্তাব দেওয়ার কথা ছিল ফেডারেশনের। কিন্তু এফএসডিএল বৃহস্পতিবারের যৌথ প্রস্তাবে জানিয়েছে, তারা এই চুক্তির শর্ত ছেড়ে দিচ্ছে। ফেডারেশনকে তারা জানিয়ে দিয়েছে, আইএসএল চালানোর জন‍্য ফেডারশন নতুন টেন্ডার ডাকতে পারে। সেই টেন্ডার থেকে অন‍্য কোনও সংস্থা এই মরশুমের আইএসএল করতে পারে। এফএসডিএল করবে না। ঘনিষ্ঠমহলে এফএসডিএল জানিয়েছে, ভারতীয় ফুটবলের স্বার্থেই চুক্তির অধিকার ছেড়ে দিয়েছে তারা।

উল্লেখ্য, আইএসএলের জটিলতা কাটাতে ফুটবল মহলের একাংশের প্রস্তাব ছিল, টুর্নামেন্ট আয়োজনের জন্য আপাতত এফএসডিএলের সঙ্গে অস্থায়ী চুক্তি করুক ফেডারেশন। আগের শর্ত মেনেই চুক্তির মেয়াদ কিছুটা বাড়ানো হোক। তবে সেই প্রস্তাব মানতে নারাজ এফএসডিএল। তাদের মতে, এমনভাবে চুক্তি হলে ভবিষ্যতে আইনি সমস্যা হতে পারে। তাই নিয়ম মেনে টেন্ডার ডাকা হোক।

এছাড়াও যৌথ প্রস্তাবে জানানো হয়েছে, চুক্তির শেষ কিস্তির সাড়ে ১২ কোটি টাকা এখনই মিটিয়ে দিতে হবে। আগামী অক্টোবর মাসে শুরু করতে হবে টেন্ডার। সেই টেন্ডারের মাধ্যমেই জানা যাবে, এবারের মরশুমের আইএসএল আয়োজন করবে কোন সংস্থা। অক্টোবর মাসে টেন্ডার প্রক্রিয়া হয়ে যাবে। যারা টুর্নামেন্টের দায়িত্বে আসবে, তাদের অবশ্যই ডিসেম্বরে আইএসএল শুরু করে দিতে হবে। সুপার কাপ হবে সেপ্টেম্বরে। তবে এই টেন্ডার কে ডাকবে? বর্তমান কমিটি নাকি নতুন করে নির্বাচিত হওয়া কমিটি? এই নিয়েই রায় দেবে সুপ্রিম কোর্ট। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement