স্টাফ রিপোর্টার: আইএসএল নিয়ে জট কাটেনি এখনও। বরং শীর্ষ আদালতের রায়ের পর নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে ভারতীয় ফুটবলের সর্বোচ্চ লিগ আয়োজন নিয়ে। এবার তার মধ্যেই আই লিগ নিয়ে আলোচনায় বসতে চলেছে ফেডারেশন। ৬ অক্টোবর এবছর আই লিগে খেলতে চলা ক্লাবগুলিকে বৈঠকে ডেকেছে তারা। পাশাপাশি আগামী ডিসেম্বরের মধ্যে সন্তোষ ট্রফি শুরু করতে দিতে চায় ফেডারেশন।
ফেডারেশন এবং এফএসডিএলের চুক্তি নবীকরণ ইস্যুতে ডামাডোলের মধ্যে রয়েছে ভারতীয় ফুটবল। গত মরশুমেও এই সময়ে শুরু হয়ে গিয়েছিল আইএসএল। শুধু তাই নয়, ফেডারেশনের নিয়ন্ত্রণে থাকা তৃতীয় ডিভিশন আই লিগের প্রাথমিক পর্ব শেষ হয়ে গিয়েছিল। তবে এবার তার কোনওটাই হয়নি। ম্যাচ পরের কথা, আইএসএলের একাধিক ক্লাব এখনও অনুশীলনেও নামেনি। আই লিগের পরিস্থিতিও অনেকটা তাই। আসলে দেশের সর্বোচ্চ স্তরের লিগ নিয়েই যেখানে অনিশ্চয়তা রয়েছে, সেখানে নিচের ডিভিশন নিয়ে অচলাবস্থা অভাবনীয় নয় কোনওভাবেই।
অনেকেই প্রশ্ন তোলেন, আই লিগের স্বত্ত্ব হাতে থাকলেও প্রতিযোগিতা কেন শুরু করতে পারছে না ফেডারেশন? এই অবস্থায় ৬ অক্টোবর ফেডারেশন বৈঠক ডাকায় আশার আলো দেখছে আই লিগের ক্লাবগুলি। ইতিমধ্যে ভার্চুয়াল বৈঠকের লিঙ্ক পাঠিয়ে দেওয়া হয়েছে সব ক্লাবকে। বৈঠকে ফেডারেশনের তরফে সহ সচিব সত্যনারায়ণ এম এবং লিগগুলির নতুন সিইও অক্ষয়ের থাকার কথা।
আই লিগের শেষ সংস্করণে অবনমন হওয়া দুই ক্লাব দিল্লি এফসি এবং এসসি বেঙ্গালুরু তাদের অবনমনের সিদ্ধান্ত নিয়ে আইনি লড়াইয়ে নেমেছে। এই বৈঠকে অবশ্য তাদের ডাকছে না ফেডারেশন। তবে ডাকা হয়েছে দ্বিতীয় ডিভিশন থেকে উঠে আসা ডায়মন্ডহারবার এফসি এবং চানমারি এফসি-কে। লিগের এক ক্লাব কর্তা বৈঠকের কথা স্বীকার করে নিয়ে জানিয়েছেন, তাঁরা আপাতত ফেডারেশন কী বলছে সেটা শুনতে চান। বৈঠকে ফেডারেশনের বক্তব্য শোনার পরই তাঁরা পদক্ষেপ করবেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.