ফাইল ছবি
দুলাল দে: ইগর স্টিমাচ কাণ্ডে শিক্ষা নিয়ে জাতীয় কোচ মানোলো মার্কেজের পদত্যাগের ব্যাপারটা ২৯ জুন কার্যকরী কমিটিতে পাশ করিয়ে নিতে চাইছেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। সেদিনই নতুন কোচ নিয়েও আলোচনা হতে পারে। ইগর স্টিমাচকে বরখাস্ত করার সময় ব্যাপারটি কার্যকরী কমিটিতে পাশ না করানোয় সেই সময় রীতিমতো সমালোচনার মুখে পড়েছিলেন কল্যাণ চৌবে। এবার আর তাই মানোলো মার্কেজের ব্যাপারে কোনও রকম ঝুঁকি নিতে চাইছেন না ফেডারেশন কর্তারা। ঠিক হয়েছে, মানোলোর সঙ্গে কেন এবং কীভাবে ফেডারেশন চুক্তি বিচ্ছিন্ন করছে, তা ২৯ জুন কার্যকরী কমিটিতে সব সদস্যের সামনে তুলে ধরে ব্যাপারটার নিষ্পত্তি করতে চাইছে। পাশাপাশি নতুন কোচ নিয়োগের ব্যাপারেও কার্যকরী কমিটির সদস্যদের মতামত নেওয়া হবে।
মানোলো যে হংকং ম্যাচের পর আর থাকবেন না, অনেক আগেই ফেডারেশন কর্তাদের জানিয়ে দিয়েছিলেন। ফলে হংকং ম্যাচের পর মানোলোর সরে যাওয়াটা খুব একটা আশ্চর্যের নয়। আর হংকংয়ের বিরুদ্ধে হারের পর মানোলোকে রেখে দেওয়ার জন্যও কেউ বিশেষ আগ্রহী নন। তবে হংকং ম্যাচে হারের প্রভাব সারা দেশের ফুটবল অনুরাগীদের মধ্যে এতটাই খারাপ প্রভাব ফেলেছে যে, ফেডারেশন কর্তারা মানোলো ইস্যুতে এমন কোনও পদক্ষেপ নিতে চাইছেন না, যাতে সারা দেশে বিরূপ প্রভাব পড়ে। আইনজ্ঞদের সঙ্গে কথা বলে সব দিক ঠিক করে তারপর ঘোষণার দিকে যাবেন। সব দিক বিবেচনা করে ঠিক হয়েছে, পুরো বিষয়টা ২৯ জুন কার্যকরী কমিটির মিটিংয়ে সবার সামনে তোলা হবে। তার আগে শুক্রবার দিল্লির প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে ফেডারেশনের পক্ষ থেকে। অনেকের ধারণা ছিল, সেখানেই মানোলোর বিদায় নিয়ে ফেডারেশনের তরফে বক্তব্য রাখা হবে। কিন্তু ঠিক হয়েছে, শুক্রবারের সাংবাদিক সম্মেলনে, ভারতীয় দলের পরবর্তী পরিকল্পনা নিয়ে সংবাদমাধ্যমকে জানানো হবে। সেখানে শুধুই পুরুষদের ফুটবল দল নয়, মহিলা জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরা হবে। জানানো হবে জুনিয়র জাতীয় দলের পরিকল্পনাও।
২৯ জুন কার্যকরী কমিটিতে মানোলোর বিচ্ছেদে সিলমোহর দেওয়ার পরিকল্পনার পিছনে কারণ হল, এত কম সময়ের মধ্যে মানোলোর সঙ্গে বিচ্ছেদের আইনি কাগজ তৈরি করা সম্ভব হয়নি। কার্যকরী কমিটির মিটিংয়ের আগে অনেকটা সময় পেয়ে গেল ফেডারেশন। সেই সময়ের মধ্যে মানোলোকে দিয়ে যাবতীয় কাগজপত্রে সই করিয়ে কার্যকরী কমিটির সদস্যদের সামনে পেশ করা যাবে।
এদিকে, ফেডারেশনের ডেপুটি জেনারেল সেক্রেটারি সত্যনারায়ণের বিরুদ্ধে জাতীয় দলের বিপর্যয় নিয়ে একগুচ্ছ অভিযোগ এনে কার্যকরী কমিটিকে চিঠি পাঠিয়েছেন গোয়া ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি কাইতানো জোস ফার্নান্ডেজ। সত্যনারায়ণ যেহেতু ২০২৩ থেকে সিনিয়র জাতীয় দলের দায়িত্বে, তাই ভারতীয় দলের এই ব্যর্থতার জন্য সত্যনারায়ণকে দায়ী করে চিঠিতে লিখেছেন, সত্যনারায়ণ জাতীয় দল নিয়ে রাজনীতি করেছেন। ভুলভাবে পরিচালনা করেছেন। এমনকী আই লিগের অবনমন নিয়েও নানা ভুল সিদ্ধান্ত নিয়েছেন। এরকম নানা কারণ দেখিয়ে ফেডারেশনের কার্যকরী কমিটির কাছে সত্যনারায়ণের শাস্তি দাবি করেছেন গোয়া ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.