দুলাল দে: ফেডারেশনের কার্যকরী কমিটির সিনিয়র সদস্যদের আপত্তিতে পাশ হল না আইএসএলের টেন্ডারের নোটিস দেওয়ার প্রক্রিয়া। এর মধ্যে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে এবং ডেপুটি সেক্রেটারি জেনারেল সত্যনারায়ণ আবার অ্যাওয়ার্ড ফাংশানে বুধবার সৌদি আরবে রওনা হয়ে যান। তাঁরা ফিরবেন ২১ অক্টোবর। ফলে আইএসএলের টেন্ডার নোটিস কবে প্রকাশিত হবে, এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না।
অনেক আগে ডামাডোলের সময় ফেডারেশন এবং এফএসডিএল একত্রে সুপ্রিম কোর্টে জানিয়েছিল, ১৫ অক্টোবরের মধ্যে আইএসএলের সব কাজ মিটিয়ে ফেলে ডিসেম্বর থেকে আইএসএল শুরু করে দেবে। কিন্তু এদিন ১৫ অক্টোবর অতিক্রম হয়ে গেলেও দেশের এক নম্বর প্রতিযোগিতা ইন্ডিয়ান সুপার লিগের জন্য কোনও টেন্ডার নোটিস প্রকাশ করা হল না ফেডারেশনের তরফে। ফলে এই অবস্থায় ডিসেম্বরে কীভাবে আইএসএল শুরু হবে, তা নিয়ে বিশাল সংশয় দেখা দিয়েছে।
টেন্ডারের একটা খসড়া তৈরি করার পর ফেডারেশনের তরফে তা অবসরপ্রাপ্ত বিচারপতি নাগেশ্বর রাওকে দেখানো হয়। তাঁর দেখার পর নিয়ম হচ্ছে, নোটিসটি প্রকাশ করার আগে কার্যকরী কমিটিতে পাশ করাতে হবে। সেই নিয়ম অনুযায়ী মঙ্গলবার ফেডারেশনের কার্যকরী কমিটির ভার্চুয়াল মিটিং হয়। যেখানে এক পাতার একটি নোটিসের খসড়া আপলোড করা হলেও বেশ কিছু কার্যকরী কমিটির সদস্য প্রশ্ন তোলেন, ৩০০ পাতার খসড়া হওয়ার পরেও কেন ভার্চুয়াল মিটিংয়ে পাশ করানোর জন্য শুধুমাত্র এক পাতা দেখানো হচ্ছে? ফলে ৩০০ পাতার পুরো টেন্ডারের খসড়ায় কী রয়েছে, তা দেখা কারও পক্ষে সম্ভব হয়নি।
এরই মধ্যে ফেডারেশনের কার্যকরী কমিটির এক সিনিয়র সদস্য প্রশ্ন তোলেন, টেন্ডারের নোটিসে কেন কম পক্ষে ১০০ কোটি টাকা টার্নওভার রয়েছে এরকম কোম্পানিও আইএসএলের জন্য টেন্ডারে অংশগ্রহণ করার কথা বলা হয়েছে? ফেডারেশনের শীর্ষ কর্তারা বলেন, ১০০ কোটি টাকা টার্নওভার থাকলে অনেক ছোট ছোট সংস্থাও আইএসএলের টেন্ডারে অংশ নিতে পারবে। সঙ্গে সঙ্গে সেই সিনিয়র সদস্যটি বলেন, “আইএসএলের মতো প্রতিযোগিতা চালাতে গেলে ১০০ কোটি টাকা টার্নওভার থাকা কোনও কোম্পানির পক্ষে তা কিছুতেই সম্ভব নয়। বরং তা বদলে কম করে ৫০০ কোটি টাকা টার্নওভার থাকা কোনও কোনও কেম্পানিকে দায়িত্ব দেওয়া উচিত।” আরেকজন বলেন, “তাহলে কম করে ৩০০ কোটি টাকা টার্নওভার রাখা হোক।” ১০০ কোটি টাকা টার্নওভারের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেন অনেক সদস্যই। ফলে টেন্ডার নোটিসটি মঙ্গলবার ফেডারেশনের কার্যকরী কমিটিতে আর পাস হয়নি।
তার উপর এদিন এএফসি-র একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সৌদি আরবে চলে যান কল্যাণ এবং সত্যানারায়ণ। ফলে কবে যে টেন্ডার নোটিস প্রকাশিত হবে কেউ বুঝতে পারছেন না। তাহলে ডিসেম্বরে আইএসএল শুরু হবে কী করে?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.