Advertisement
Advertisement
ISL

আইএসএল নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি ২২ আগস্ট, কাটবে অচলাবস্থা?

১১টি ক্লাব এআইএফএফ-কে জানিয়েছিল, আইএসএলের অচলাবস্থার বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে আনতে।

AIFF moves Supreme Court over urgent need for clarity on ISL’s future structure
Published by: Arpan Das
  • Posted:August 19, 2025 11:41 am
  • Updated:August 19, 2025 11:41 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্ডিয়ান সুপার লিগে খেলা এগারোটি ক্লাব সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে জানিয়েছিল, আইএসএলের অচলাবস্থার বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে আনতে। ফেডারেশন প্রথমে ক্লাবগুলিকে সুপ্রিম কোর্টে শুনানির প্রতিশ্রুতি দিলেও পরবর্তী পর্যায়ে সরে দাঁড়ায়। সোমবার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২২ আগস্ট এই বিষয়ে শুনানি হবে।

Advertisement

আইএসএলের ক্লাবগুলি বর্ষীয়ান আইনজীবী গোপাল শঙ্করনারায়ণনের মাধ্যমে সুপ্রিম কোর্টে আইএসএলের অচলাবস্থা কাটাতে আবেদন করে। তিনি টুর্নামেন্টের আয়োজন নিয়ে সমস্যা সমাধানের জন্য বিচারপতি পিএস নরসীমা এবং বিচারপতি অতুল চন্দুরকরের বেঞ্চের কাছে আবেদন করেন। সুপ্রিম কোর্টের বক্তব্য, ফেডারেশনের খসড়া সংবিধান চূড়ান্ত করার বিষয়টির আগে জাতীয় ক্রীড়া বিলকেও মাথায় রাখতে হচ্ছে। সব পক্ষের মতামতই শুনবে তারা।

গত সপ্তাহে জাতীয় ক্রীড়া বিল সংসদে পাশ হয়েছে। বিচারপতি নরসীমা জানিয়েছেন, এই বিলটি শীর্ষ আদালত পরীক্ষা করে দেখছে এবং খসড়া সংবিধানেও দরকারি বদলা আনা হতে পারে।

উল্লেখ্য, আইএসএলের ভবিষ্যৎ নিয়ে জট এখনও কাটেনি। এফএসডিএলের সঙ্গে এআইএফএফের চুক্তি মাস্টার্স রাইটস এগ্রিমেন্ট অর্থাৎ এমআরএ নবীকরণ নিয়ে এখনও কোনও নিশ্চয়তা নেই। যে কারণে আগামী মরশুমের আইএসএল নিয়ে ডামাডোল অব্যাহত। দেশের শীর্ষ ফুটবল লিগ নিয়ে এই অনিশ্চয়তার মধ্যে ওড়িশা এফসি এবং বেঙ্গালুরু এফসি’র পথে হেঁটে দু’বারের আইএসএল চ্যাম্পিয়ন চেন্নাইয়িন এফসি ফুটবলার ও কর্মচারীদের বেতন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই পরিস্থিতিতে যৌথভাবে এআইএফএফ এবং আইএসএলের ১১টি ক্লাব শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল। ফেডারেশনের আর্জি, দ্রুত ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিক সুপ্রিম কোর্ট।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ