Advertisement
Advertisement
India football

বাদ সঞ্জয়, এগিয়ে খালিদ! ভারতীয় দলের কোচ হওয়ার দৌড়ে তিনজনকে বাছল ফেডারেশন

ভারতীয় দলের কোচ হতে চেয়ে ১৭০টি আবেদন জমা পড়েছিল।

AIFF shortlisted three candidates for India football coach
Published by: Anwesha Adhikary
  • Posted:July 23, 2025 11:39 pm
  • Updated:July 23, 2025 11:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মানোলো মারকুয়েজের উত্তরসূরি কে? কার হাত ধরে সুদিন ফিরবে ভারতীয় ফুটবলে? এহেন হাজারো প্রশ্নের জবাব কিছুটা পরিষ্কার করে দিল এআইএফএফ। বুধবার ফেডারেশনের তরফে জানানো হয়, ভারতীয় দলের পরবর্তী কোচ হিসাবে তিনজনের নাম বেছে নেওয়া হয়েছে। উল্লেখযোগ্যভাবে সেই তিনজনের মধ্যে নেই বাংলাকে সন্তোষ চ্যাম্পিয়ন করা কোচ সঞ্জয় সেনের নাম।

Advertisement

আগামী সেপ্টেম্বরের মধ্যেই সুনীল ছেত্রীদের জন্য নতুন কোচ বেছে নিতে হবে। তাই বুধবার ফেডারেশনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ভারতীয় দলের কোচ হতে চেয়ে ১৭০টি আবেদন জমা পড়েছিল। ফেডারেশনের টেকনিক্যাল কমিটি সেগুলি খতিয়ে দেখে তিনজনের নাম চূড়ান্ত করেছে। সেই তিনজন হলের খালিদ জামিল, স্টিফন কনস্ট্যান্টাইন এবং স্তেফান তারকোভিচ। এই তিনজনের মধ্যে একজনকে কোচ হিসাবে বেছে নেবে ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটি।

তবে তিনজনের নাম প্রকাশ হতেই স্পষ্ট হয়ে গিয়েছে, এবারেও জাতীয় দলের কোচ হতে পারলেন না সঞ্জয় সেন। চলতি মাসেই কোচ হতে চেয়ে আবেদন করেছিলেন তিনি। জাতীয় কোচ হতে গেলে একজন কোচের যা যোগ্যতা লাগবে, সেটা তাঁর মধ্যে রয়েছে বলেই মত প্রাক্তন মোহনবাগান কোচের। তবে অতীতের মতোই এবারও কোচের পদে তাঁর আবেদন খারিজ হয়ে গেল। ফুটবল মহলের কথায়, গত পাঁচ বছরে সঞ্জয় সেনের সন্তোষ ট্রফি জেতা ছাড়া কোচ হিসেবে কোনও সাফল্য নেই। আইএসএলে ছিলেন হাবাসের সহকারী হিসেবে। কোনও ক্লাবেও হেডকোচ ছিলেন না। আর মোহনবাগানের হয়ে আই লিগ জিতেছেন দশ বছর আগে ! সেক্ষেত্রে কথা উঠছে, সন্তোষ ট্রফি জেতা কোচ কীভাবে সিনিয়র জাতীয় দলের কোচ হতে পারেন?

তাহলে কার হাত ধরে ঘুরে দাঁড়াবে ভারতীয় ফুটবল? বিশ্লেষকদের মতে, বিদেশি কোচকে এই মুহূর্তে ভালো বেতন দেওয়ার ক্ষমতা নেই ফেডারেশনের। ফলে ভোট অনেকটাই রয়েছে খালিদ জামিলের দিকে। গত চার বছর ধরে দেশের সর্বোচ্চ লিগ, আইএসএলে হেডকোচের পদে রয়েছেন তিনি। ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের দুই পরামর্শদাতা, প্রাক্তন দুই কোচ আর্মান্দো কোলাসো এবং বিমল ঘোষও ভোট দিয়েছেন জামিলের পক্ষেই। তবে ভারতীয় দলের নতুন কোচের নাম কবে ঘোষণা হবে সেই নিয়ে এখনও কিছু জানা যায়নি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement