Advertisement
Advertisement
ISL

সুনীলদের বেতন বন্ধ করে দিল বেঙ্গালুরু, ৮ আইএসএল ক্লাবের সঙ্গে বৈঠকে বসবে ফেডারেশন

আইএসএলের ভবিষ্যৎ নিয়ে জট এখনও কাটেনি।

AIFF to meet ISL club CEOs and Sunil Chhetri's Bengaluru FC holds back salaries
Published by: Arpan Das
  • Posted:August 5, 2025 9:09 am
  • Updated:August 5, 2025 9:09 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএসএলের ভবিষ্যৎ নিয়ে জট এখনও কাটেনি। এফএসডিএলের সঙ্গে এআইএফএফের চুক্তি মাস্টার্স রাইটস এগ্রিমেন্ট অর্থাৎ এমআরএ নবীকরণ নিয়ে এখনও কোনও নিশ্চয়তা নেই। যে কারণে আগামী মরশুমের আইএসএল নিয়ে ডামাডোল অব্যাহত। এর মধ্যে বেঙ্গালুরু এফসি তাদের ফুটবলারদের জানিয়ে দিয়েছে, অনির্দিষ্টকালের জন্য বেতন বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে তারা। অন্যদিকে ৮ আইএসএল ক্লাবের সঙ্গে বৈঠকে বসতে চলেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।

Advertisement

আগেই ওড়িশা এফসি সমস্ত খেলোয়াড় এবং কর্মীদের সঙ্গে চুক্তি স্থগিত করেছে। এবার সুনীল ছেত্রীর ক্লাব জানাল, ‘আইএসএল নিয়ে চরম অনিশ্চয়তার জন্য বেঙ্গালুরু ফুটবল ক্লাব কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। প্রথম দলের ফুটবলার ও স্টাফদের বেতন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হচ্ছে। ভারতে ফুটবল ক্লাব চালানো কঠিন কাজ। সেটা আমরা বহুদিন ধরে করেছি। যদিও লিগের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আমাদের এই পদক্ষেপ নিতে বাধ্য করছে। তবে আমরা প্লেয়ার ও কোচিং স্টাফদের সঙ্গে যোগাযোগ রাখছি।’ যদিও তারা জানিয়েছে, যুব দল ও মহিলা দলের কাজকর্ম স্বাভাবিক ছন্দেই চলবে। একই সঙ্গে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ও এফএসডিএলকে তারা অনুরোধ করেছে, যেন ভারতীয় ফুটবলের ভবিষ্যতের কথা ভেবে দ্রুত আইএসএল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগেই আট আইএসএল ক্লাব ফেডারেশনের সঙ্গে বৈঠকে বসতে চেয়ে চিঠি দিয়েছিল। সেই চিঠির পরিপ্রেক্ষিতে আগামী বৃহস্পতিবার আট আইএসএল ক্লাবের সঙ্গে বৈঠকে বসছে ফেডারেশন। এআইএফএফ কর্তাদের কাছ থেকে মূলত তাদের আগামী পরিকল্পনার কথা জানতে চাইবে ক্লাবগুলো। কয়েকদিন আগেই ফেডারেশন সভাপতি বলেছিলেন, আইএসএল হবেই। সেই প্রসঙ্গ উঠতে পারে বৈঠকে। চিঠি দেওয়া ক্লাবগুলির মধ্যে কলকাতার তিন প্রধান নেই। এফসি গোয়া, নর্থ-ইস্ট ইউনাইটেড, কেরালা ব্লাস্টার্স, ওড়িশা এফসি, হায়দরাবাদ এফসি, বেঙ্গালুরু এফসি, জামশেদপুর এফসি ও পাঞ্জাব এফসি একত্র হয়ে এই চিঠি দিয়েছিল ফেডারেশনকে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ