Advertisement
Advertisement
AIFF

ফিফার পর পত্রবোমা এএফসি’র, আরও চাপে ফেডারেশন

আইএসএলের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট উত্তর জানতে চেয়েছে তারা।

AIFF under more pressure after AFC letter from FIFA
Published by: Prasenjit Dutta
  • Posted:August 28, 2025 5:09 pm
  • Updated:August 28, 2025 5:23 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার ভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছিল ফিফা। সাম্প্রতিক সময়ে ভারতীয় ফুটবলে যে বিশৃঙ্খলা ও অব্যবস্থা নিয়ে ক্ষুব্ধ ছিল বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থার সঙ্গে এএফসি-ও। এখনও পর্যন্ত সংশোধিত সংবিধান তৈরি করতে পারেনি ফেডারেশন। এআইএফএফ-কে চিঠি লিখে ফিফা সংবিধান তৈরি করে নির্বাচনের সময়সীমা পর্যন্ত বেঁধে দিয়েছে। তা দ্রুত কার্যকরী না হলে ফের নির্বাসনের খাঁড়া পর্যন্ত নেমে আসতে পারে ভারতীয় ফুটবলের জন্য। এই পরিস্থিতিতে ভারতীয় ফুটবল সংস্থার উপর নতুন করে চাপ বাড়াল এএফসি। আইএসএল আয়োজন নিয়ে চিঠি লিখে স্পষ্ট উত্তর জানতে চেয়েছে তারা।

Advertisement

আর মাত্র কয়েকদিন পরেই শুরু হতে চলেছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর খেলা। কিন্তু চলতি মরশুমে আইএসএল কবে থেকে শুরু হবে, তা নিয়ে এখনও পরিষ্কার কোনও তথ্য নেই। সেই কারণে এএফসি জানতে চেয়েছে, আগামী মরশুমে ভারত থেকে কি কোনও ক্লাব এএফসি’র প্রতিযোগিতায় অংশ নিতে পারবে?

এএফসি’র জেনারেল সেক্রেটারি দাতুক সেরি উইন্ডসর জন এআইএফএফের ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণকে একটি চিঠি লেখেন। সেখানে সরাসরি লেখা হয়, ‘ভারতের শীর্ষ-স্তরের লিগের অনির্দিষ্টকালের জন্য স্থগিত। যা গভীর উদ্বেগজনক। এর ফলে ক্লাবগুলির কার্যক্রম ব্যাহত হচ্ছে। এমনকী বেতনও বিলম্বিত হচ্ছে। এটি ঘরোয়া ও মহাদেশীয় ফুটবলের স্থিতিশীলতার জন্য আশঙ্কার। এর ফলে বর্তমান পরিস্থিতিতে AIFF ক্লাব লাইসেন্স প্রদানের কর্তৃত্ব হারাবে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।’

তাছাড়াও আইএসএলের বিষয়ে একটি তথ্যভিত্তিক রিপোর্টও চেয়েছেন এএফসি’র জেনারেল সেক্রেটারি। জানতে চাওয়া হয়েছে, মার্কেটিং পার্টনারদের সঙ্গে চুক্তির কথা। এমনকী আইএসএল নিয়ে সুপ্রিম কোর্ট থেকে কবে চূড়ান্ত নির্দেশ পাওয়া যাবে কিংবা ক্লাবগুলির উপর এই পরিস্থিতিতে কতটা প্রভাব পড়বে – এই সমস্ত কিছু ফেডারেশনের কাছ থেকে দ্রুত জানতে চাওয়া হয়েছে।

উল্লেখ্য, আইএসএলের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সরাসরি এএফসি চ্যাম্পিয়ন লিগ ২-এর গ্রুপ পর্বে খেলার সুযোগ পায়। তাছাড়াও সুপার কাপ চ্যাম্পিয়নরাও এএফসি’র চ্যাম্পিয়ন্স লিগ ২ -এর প্রিলিমিনারি পর্বে খেলতে পারে। সম্প্রতি ফেডারেশন সভাপতি সুপার কাপের ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন। কিন্তু আইএসএল সঠিক সময়ের মধ্যে শেষ না হলে অথবা এই লিগ না হলে আগামী মরশুমে কোনও ভারতীয় ক্লাব এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। আর এই পরিস্থিতিতে ভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে আইএসএল নিয়ে পরিষ্কার উত্তর চাইল এএফসি। জানা গিয়েছে, আইএসএল নিয়ে সোমবার রায় দেবে সুপ্রিম কোর্টে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ