ফাইল ছবি
স্টাফ রিপোর্টার: জাতীয় কোচের নাম ঠিক করার জন্য শুক্রবার কার্যকরী কমিটির মিটিং ডেকেছে ভারতীয় ফুটবল ফেডারেশন। সেখানেই ঠিক হবে, ভারতীয় সিনিয়র দলের দায়িত্ব কার হাতে যাবে। আইএম বিজয়নের চেয়ারম্যানশিপে আবেদন করা কোচেদের মধ্য থেকে তিনজনের নাম শর্টলিস্ট করেছেন টেকনিক্যাল কমিটির সদস্যরা। এই তিনজনের মধ্য থেকে কাকে কোচ করা হবে, সেটাই ঠিক করবেন সদস্যরা।
যে তিনজনের নাম এসেছে, তাতে লড়াই মূলত খালিদ জামিলের সঙ্গে ভারতের প্রাক্তন কোচ স্টিফেন কনস্ট্যানটাইনের। টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান সহ অনেকেই বলেছেন, এবার ভারতীয় কোচের হাতেই দায়িত্ব তুলে দেওয়া উচিত। খালিদ যখন ঘরোয়া ফুটবলে এত ভাল ফল করছেন, তখন তাঁকে একবার জাতীয় কোচ হিসেবে সুযোগ দেওয়া উচিত। কিন্তু এর আগে দু’বার জাতীয় কোচ হওয়া স্টিফেন ফের সুযোগ পাওয়ায় জন্য সবরকম চেষ্টা চালাচ্ছেন। এমনকী শোনা যাচ্ছে, ফের কোচ হওয়ার জন্য নিজের বেতনের চাহিদাও কমিয়ে দিতে পারেন। তবে এই স্টিফেনের সঙ্গে শেষবার সুনীল, গুরপ্রীত, সন্দেশদের সম্পর্ক তলানিতে চলে যাওয়ার গল্পও ভারতীয় ফুটবল ফেডারেশনের সবাই জানেন। তবে পুরোটাই নির্ভর করছে, শুক্রবার ভার্চুয়াল মিটিংয়ে কার্যকরী কমিটির সদস্যরা কী চাইবেন। যেখানে কার্যকরী কমিটির সদস্যদের একটা প্রশ্নও রয়েছে, ফেডারেশনের বাজেট করা হয়েছে ডিসেম্বর পর্যন্ত। তাহলে জানুয়ারি মাসে কোচের বেতন কীভাবে দেওয়া হবে? সব মিলিয়ে কোচ নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবারের মিটিংয়ে বেশ কিছু অপ্রিয় প্রসঙ্গও উঠে আসতে পারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.