সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার রাতে জোড়া অঘটনের সাক্ষী থাকল ক্লাব বিশ্বকাপ। টুর্নামেন্ট থেকে বিদায় নিল গতবারের চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি। সৌদির ক্লাব আল হিলালের বিরুদ্ধে রুদ্ধশ্বাস লড়াইয়ে পর হার মানে পেপ গুয়ার্দিওলার দল। অন্যদিকে, ব্রাজিলের অনামী ক্লাব ফ্লুমিনিজের কাছে হেরে ক্লাব বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে ইন্টার মিলানও।
গতবারের চ্যাম্পিয়ন ম্যান সিটি ধারেভারে এগিয়ে থেকেই প্রি-কোয়ার্টারে খেলতে নেমেছিল। ম্যাচের প্রথম গোলটিও আসে সিটি তারকা বের্নার্ডো সিলভার পা থেকে। মাত্র ৯ মিনিটের মাথায় তিনি এগিয়ে দেন সিটিকে। তবে প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তে সমতা ফেরান মার্কোস লিওনার্দো। ৪৬ মিনিটে গোল করেন তিনি। বিরতির পর ৫২ মিনিটে ম্যালকমের গোলে এগিয়ে যায় আল হিলাল। কিন্তু তিন মিনিটের মধ্যে সমতা ফেরান আর্লিং হালান্ড। তারপর নির্ধারিত সময়ে আর গোল করতে পারেনি কোনও দল। ম্যাচ গড়ায় এক্সট্রা টাইমে।
অতিরিক্ত সময়ে রুদ্ধশ্বাস লড়াই দেখা যায় ম্যান সিটি এবং আল হিলালের মধ্যে। ৯৪ মিনিটে গোল করে এশিয়ার ক্লাবটিকে এগিয়ে দেন ডিফেন্ডার কুলিবেলি। গোলের পরে মাঠে নেমে ম্যাজিক দেখান সিটির ফিল ফোডেন। মাঠে নামার মাত্র চার মিনিটের মাথায় গোল করে জয়ের আশা বাঁচিয়ে রাখার চেষ্টা করেন তিনি। তবে গুয়ার্দিওলার ছাত্রদের ডিফেন্সের ভুলকে কাজে লাগিয়ে ১১২ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন লিওনার্দো। ওখানেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। ৪-৩ হেরে ক্লাব বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যায় গতবারের চ্যাম্পিয়নদের।
অন্যদিকে, ফ্লুমিনিজের বিরুদ্ধে সেভাবে লড়াই করতে পারেনি ইন্টার মিলান। আন্ডারডগ হিসাবে খেলতে নামা ব্রাজিলীয় ক্লাবটির স্বপ্নের দৌড় চলছে চলতি ক্লাব বিশ্বকাপে। সকলকে চমকে দিয়ে তারা জায়গা করে নিয়েছে নকআউট পর্বে। প্রি-কোয়ার্টার ফাইনালে ইন্টার মিলানকে কার্যত দাঁড়াতে দেয়নি ফ্লুমিনিজ। খেলার শুরুর তিন মিনিটের মাথায় কানোর গোলে এগিয়ে যায় তারা। ম্যাচের দ্বিতীয় গোলটি আসে ৯৩ মিনিটে। ম্যাচে একটিও গোল করতে না পেরে ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ইন্টার মিলান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.