মেসি ও দি মারিয়া। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্জেন্টিনার ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও অ্যাঞ্জেল দি মারিয়া, ফুটবল মাঠে দীর্ঘদিনের সঙ্গী ছিলেন। কোপা আমেরিকা জেতার পর অবসর নিয়েছেন দি মারিয়া। আর বিশ্বকাপের আগের বছরই বিদায় জল্পনা উসকে দিয়েছেন মেসি। কিন্তু দি মারিয়া মনে করেন, এখনই শেষ নয়। মেসি অবশ্যই বিশ্বকাপ খেলবেন, এমনকী তার পরেও খেলবেন।
সম্প্রতি ভেনেজুয়েলার বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নামে আর্জেন্টিনা। ইতিমধ্যেই বিশ্বকাপ খেলার টিকিট পেয়ে গিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। তবে সব নজর ছিল মেসির দিকেই। ঘরের মাঠে জাতীয় দলের জার্সিতে কি শেষ ম্যাচ খেলতে নামছেন লিওনেল মেসি? তবু সম্ভাবনা রয়েছে, মেসি বিশ্বকাপ খেলবেন। কিন্তু ম্যাচের আগেই চোখে জল দেখা যায় আর্জেন্তিনীয় মহাতারকার চোখে। এমনকী বিশ্বকাপে না খেলার জল্পনা উসকে দেন তিনি।
কিন্তু দি মারিয়া মনে করেন, এখনই শেষ নয়। তিনি বলেন, “ও খেলা এখনও শেষ করেনি। বিশ্বকাপ খেলবে, তারপর আরও ম্যাচ খেলবে। আমার মতে, ওটা মোটেও ওর বিদায়ী ম্যাচ ছিল না। আর সেই জন্যই আমি এই ম্যাচ দেখতে যাইনি। আমি ওর সঙ্গে কথা বলেছি। আমি খুশি যে ও এখনও খেলছে।” মেসিকে নিয়ে তিনি আরও যোগ করেন, “ও ইতিহাসের সেরা প্লেয়ার। সব জিতেছে। ওর সঙ্গে খেলতে পারা আমার সৌভাগ্য।” জাতীয় দলের জার্সিতে এই দুই সতীর্থের মধ্যে সম্পর্ক সবসময়ই ‘স্পেশাল’। ফলে দি মারিয়া যদি মনে করেন, মেসি বিদায় নেবেন না। তাহলে নিশ্চয়ই তার সারবত্তা আছে বলেই অনেকে মনে করছেন।
মেসির অবসরের সম্ভাবনা নিয়ে মুখ খুলেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও। তিনি বলেছেন, “আমি লিওর সঙ্গে বিশ্বকাপ নিয়ে কথা বলিনি। জানি ও সময় নিয়ে সিদ্ধান্ত নেবে। ও যা-ই ঠিক করুক না কেন, সেটাই আমাদের জন্য ভালো হবে।” উল্লেখ্য, ভেনেজুয়েলাকে ৩-০ হারানোর পর মেসি বলেন, “বয়সের কথা মাথায় রাখলে যুক্তি বলে, আমি আগামী বছর বিশ্বকাপে খেলতে পারব না। কিন্তু বিশ্বকাপ প্রায় এসেই গিয়েছে। আমিও খেলতে খুবই আগ্রহী। তবে আমি প্রত্যেকটা ম্যাচ ধরে এগোতে চাই। আমি যদি মাঠে নেমে খেলাটা উপভোগ করতে না পারি তাহলে সরে দাঁড়াব।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.