আনোয়ার আলি। ফাইল চিত্র
দুলাল দে: রবি-রাতে তিনি কলকাতায় নেমেছেন।কলকাতা বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানানোর জন্য ভিড় ছিল দেখার মতো। সোমবার ইস্টবেঙ্গলে রেজিস্ট্রেশন হয়ে গেল আনোয়ারের। আসন্ন ডুরান্ড কাপের ডার্বিতে লাল-হলুদ জার্সি গায়ে কি নেমে পড়বেন তিনি? সূত্রের খবর, ডার্বিতে তাঁর খেলা না খেলা, সব নির্ভর করছে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতের উপরে। তিনি চাইলে আনোয়ার খেলবেন। না চাইলে খেলবেন না।
আনোয়ারকে নিয়ে উত্তাল হয়েছিল দেশের ফুটবলমহল। রবিবার রাতে নজরকাড়া ভিড় জমেছিল বিমানবন্দরের ডোমেস্টিক গেটের বাইরে। রাত সাড়ে নটায় সেই ভিড়ে শুধু একটাই মিল, সকলেই লাল-হলুদ সমর্থক। আর অন্যদিনের থেকে এই ভিড়ের তফাতও একটাই। অন্যদিন ভিড়টা হয় তাঁদের জন্য, যাঁদের নাম সরকারিভাবে ঘোষণা করা হয়েছে ইস্টবেঙ্গলের তরফে। আর রবিবার যে ফুটবলারের জন্য সমর্থকদের এত উন্মাদনা, এত আবেগ, সেই আনোয়ার আলির নাম এখনও সরকারিভাবে ঘোষণা করেনি তারা।
ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি জানিয়ে দিয়েছে যে আনোয়ার নিজের ইচ্ছে মতো ক্লাব বেছে নিতে পারবেন। কমিটির এই রায়কেই গণ্য করা হবে তাঁর পূর্বতন ক্লাব, অর্থাৎ মোহনবাগানের ‘এনওসি’ হিসাবে। সোমবার আনোয়ারের নাম নথিভুক্ত করাল ইস্টবেঙ্গল। এদিকে ডুরান্ড কাপে দুটো ম্যাচ জিতে ছন্দে রয়েছে ইস্টবেঙ্গল। আগামী রবিবার বাংলা দ্বিখণ্ডিত হওয়ার সেই ম্যাচ। ইস্টবেঙ্গল সমর্থকরা তাকিয়ে আনোয়ারের দিকে। তাকিয়ে ইস্টবেঙ্গলের দিকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.