সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২২ ফুটবল বিশ্বকাপের ফাইনালের স্মৃতি এখনও টাটকা ফুটবলপ্রেমীদের মনে। গোটা ম্যাচে বারবার বদলেছিল ম্যাচের রং। নির্ধারিত সময়ে খেলার ফলাফল ৩-৩ থাকার পর টাইব্রেকারে আর্জেন্টিনা ৪-২ গোল হারায় ফ্রান্সকে। রুদ্ধশ্বাস ফাইনালের প্রায় তিন বছর পর মুখ খুলেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। তাঁর মতে, যোগ্য দল হিসাবে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা।
এক সাক্ষাৎকারে ২০২২ বিশ্বকাপে হ্যাটট্রিক করা এমবাপে বলেন, “ফাইনালে গোল করার থেকেও জয়ের জন্য ভাবে গোটা দল। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ ছিল ওটা। কিন্তু আমার মনে হয় আর্জেন্টিনারই জয় প্রাপ্য ছিল। যোগ্য দল হিসাবে ওরা জিতেছে। গোটা ম্যাচে আর্জেন্টিনাই ভালো খেলেছিল।”
বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধে আর্জেন্টিনা এগিয়ে ছিল ২-০ গোলে। ৮০ মিনিটের পর ম্যাচে ফেরে ফ্রান্স। ৮০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান এমবাপে। এর ঠিক এক মিনিট পর ফের গোল করেন তিনি। ৯০ মিনিট পর্যন্ত স্কোর লাইন ২-২ থাকার পর অতিরিক্ত সময়ের ১০৮ মিনিটে গোল করেন লিওলেন মেসি। আর শেষ বাঁশি বাজার দু’মিনিট আগে ফের গোল করে ফ্রান্সকে সমতায় ফেরান এমবাপে।
এই প্রসঙ্গে ২৩ বছরের ফরাসি তারকার মন্তব্য, “ম্যাচের একটা সময় আমরা হয়তো ভালো খেলেছি। তবে, গোটা ম্যাচ দেখলে এটা বলতেই হয়, এই জয় ওদেরই প্রাপ্য ছিল। এটা মেনে নেওয়া কষ্টের। যাই হোক, সেটা এখন অতীত। আগামী বছর ফের বিশ্বকাপ। ভুলে গেলে চলবে না, আমরা আরও একবার কষ্টের সমাপ্তি চাই না।” তাছাড়াও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে তাঁর ‘আদর্শ’ বলেও সম্বোধন করেন এমবাপে। তিনি নিজেকে সৌভাগ্যবান বলেছেন, রোনাল্ডোর কাছ থেকে পরামর্শ পান বলে। ফরাসি তারকার চোখে সিআর৭ এক নম্বরে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.