Advertisement
Advertisement
Fifa World Cup Qualifier 2026

ম্যাচ হেরে ক্যামেরাম্যানকে চড়, বিতর্কে এমি মার্টিনেজ

আর্জেন্টিনার গোলরক্ষকের বিরুদ্ধে ফিফায় অভিযোগ করা হতে পারে বলে সূত্রের খবর।

Fifa World Cup Qualifier 2026: Argentina’s goalkeeper Emiliano Martínez slaps a TV cameraman
Published by: Subhajit Mandal
  • Posted:September 13, 2024 9:53 am
  • Updated:September 13, 2024 1:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক‌্যামেরাম‌্যানকে চড় মেরে বিতর্কে জড়িয়ে পড়লেন আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martínez)। গত মঙ্গলবার রাতে আর্জেন্টিনার বিশ্বকাপ কোয়ালিফাইং রাউন্ডের খেলা (Fifa World Cup Qualifier 2026) ছিল কলম্বিয়ার বিরুদ্ধে। সেই ম‌্যাচে আর্জেন্টিনা হেরে যায়। ম‌্যাচের পর মার্টিনেজের বিরুদ্ধে থাপ্পড় মারার অভিযোগ আনেন এক ক‌্যামেরাম‌্যান।

Advertisement

আর্জেন্টিনার গোলরক্ষকের বিরুদ্ধে ফিফায় অভিযোগ করা হতে পারে বলে সূত্রের খবর। ক‌্যামেরাম‌্যান জনি জ‌্যাকসনের অভিযোগ, ‘‘ম‌্যাচ শেষ হওয়ার পর আমি মার্টিনেজের কাছে গিয়েছিলাম। তখন তিনি অন‌্য একজন ফুটবলারকে ধন‌্যবাদ জানাচ্ছিলেন। হঠাৎই তিনি আমাকে চড় মেরে বসেন। আমি ওঁর আচরণে হতবাক হয়ে যাই। প্রচণ্ড রাগ হয়েছিল সেই মুহূর্তে। আমি আমার কাজ করছিলাম। তার মধ্যেই এই ঘটনা ঘটে।’’ জ‌্যাকসনের ফুটেজেও ঘটনাটি দেখা যায়।

[আরও পড়ুন: ‘নির্বাসিত’ আনোয়ারকে নিয়েই ম্যাচ খেলতে গেলেন কুয়াদ্রাতরা]

মার্টিনেজ আর বিতর্ক অবশ্য সমার্থক। মার্টিনেজ বিশ্ব ফুটবলে পরিচিতি পান ২০২২ বিশ্বকাপ থেকে। সেবার বিশ্বজয়ের পর তাঁর সেলিব্রেশন নিয়েই বিতর্ক তৈরি হয়েছিল। পরে কিলিয়ান এমবাপেকে নিয়েও বিতর্কিত মন্তব্য করেন। মাঝে মাঝেই আলটপকা মন্তব্য করে বসেন আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলরক্ষক।

[আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে ‘ধন্যবাদ’ প্যারালিম্পিকে সোনাজয়ী অবনীর, জার্সি উপহার দিলেন শীতল দেবী]

তবে এবার মার্টিনেজ ভালোমতোই বিতর্কে। শেষ পর্যন্ত ওই ক্যামেরাপার্সন যদি ফিফায় যান, তাহলে ভালো শাস্তি পেতে পারেন। যদিও মার্টিনেজ আপাতত ফোকাস করছেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement