Advertisement
Advertisement
Raju Oraon

মাতৃহারা অর্ণবের লড়াই প্রেরণা, বাবাকে হারিয়েও মাঠে নামতে তৈরি এরিয়ানের রাজু

'প্রয়াত বাবার জন্য খেলো', রাজুকে বার্তা অর্ণবের।

Aryan Club's Footballer Raju Oraon inspired by Arnab Das

বাঁদিকে অর্ণব, ডানদিকে রাজু।

Published by: Arpan Das
  • Posted:July 22, 2025 1:07 pm
  • Updated:July 22, 2025 1:07 pm   

প্রসূন বিশ্বাস: “স্যর, আমি কাল মাঠে যাব। আমি খেলতে চাই। আপনার ফোন নম্বর ছিল না বলে সরাসরি খেলার কথা বলতে পারিনি।” কোচ রাজদীপ নন্দী এমন পরিস্থিতিতে পড়েননি এর আগে। সোমবার রাতে তাঁকে ফোনে যে এই কথাগুলো বলছিলেন, এরিয়ানের সেই ফুটবলার রাজু ওরাওঁয়ের বাবা প্রয়াত হয়েছেন তার চব্বিশ ঘণ্টা আগে। এক নিঃশ্বাসে বলে যাওয়া ছাত্রের এই কথাগুলো শুনে রাজদীপ বলে উঠলেন, “তুই যদি মাঠে আসিস, তাহলে আমি তোকে প্রথম একাদশে নামাব।”

Advertisement

কয়েক দিন আগেই পাঠচক্রের গোলকিপার অর্ণব দাস দৃষ্টান্ত তৈরি করেছেন এমনই এক পরিস্থিতি জয় করে। মা প্রয়াত হওয়ার পরও ঘরোয়া লিগে পাঠচক্রের হয়ে অসাধারণ পারফরম্যান্স করে অনুর্ধ্ব-২৩ জাতীয় দলের শিবিরে জায়গা করে নিয়েছেন। জনাইয়ের রাজু ওরাওঁ মঙ্গলবার অর্ণব হতে চান। ঘরোয়া লিগে রাজু যে দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন, সেই এরিয়ান এবার ভালো জায়গায় নেই। লিগ টেবলের একেবারে শেষে রয়েছে। মঙ্গলবার তাদের প্রতিপক্ষ ভবানীপুর। যারা তৃতীয় স্থানে রয়েছে।

রবিবার সকালে এরিয়ানের অনুশীলনে এসেছিলেন রাজু। তখনই জানতে পারেন তাঁর বাবা গণপতি ওরাওঁ মারা গিয়েছেন। ক্লাব কর্তারা গাড়ি করে জনাইয়ের পায়রাগাছা গ্রামে তাঁর বাড়ি পৌঁছে দিয়ে এসেছিলেন। বাবার শেষকৃত্য শেষ করে ধড়া গলায় বাবার স্মৃতি আওড়াতে আওড়াতেই মন শক্ত করে নিয়েছেন এই বছর সাতাশের বাঙালি ফুটবলারটি। তাঁর বাবা গ্রামের জমিতে মাটি কাটার কাজ করতেন। আদিবাসী পরিবারের ছেলে রাজু নিজেও ফুটবল খেলার পাশাপাশি সংসার চালাতে মার্বেলের কাজ করেন বাকি সময়ে। এদিন তিনি বলছিলেন, “আমাকে অর্ণবের মত হতে হবে। দলের অবস্থা ভালো নয়, লিগের ম্যাচগুলোতে নিজেকে উজাড় করে দিতে হবে।”

অর্ণবের সঙ্গে কোনওদিন সামনা সামনি দেখা হয়নি রাজুর। অথচ মাতৃ বিয়োগের পর অর্ণব মনের জোর দেখিয়ে যা পারফরম্যান্স দেখিয়েছেন ঘরোয়া লিগে তা আজ বাঙালি ফুটবলারদের কাছে এক দৃষ্টান্ত। সেই দৃষ্টান্তই এগিয়ে নিয়ে যাচ্ছে রাজুকে। এরিয়ানের ফুটবলারটি আজ তাঁরই মতো পরিস্থিতিতে দাঁড়িয়েছে শুনে পাঠচক্রের গোলকিপার অর্ণব বলছেন, “ওকে বলব মঙ্গলবারের ম্যাচটা প্রয়াত বাবার জন্য খেলতে। আমি এরিয়ান-ভবানীপুর ম্যাচে চোখ রাখব রাজুর জন্য।” এরিয়ানের কোচ রাজদীপ নন্দী বলেন, “ওর মনের জোরকে বাহবা দিতেই হবে। এমন পরিস্থিতিতে যে খেলবে বলছে সেটাই বড় কথা।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ