সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে নিল অস্ট্রেলিয়া। সৌদি আরবকে হারিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে নিল অস্ট্রেলিয়া। মঙ্গলবার জেদ্দায় সৌদি আরবকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে ‘সকারুজ’।
যদিও ম্যাচে এগিয়ে গিয়েছিল সৌদি আরব। ১৯ মিনিটে গোল করেন আব্দুলরহমান আল-ওবুদ। তবে প্রথমার্ধ শেষ হওয়ার খানিক আগে ম্যাচে ফেরে অজিরা। ৪২ মিনিটে কনর মেটকাফ সমতায় ফেরায় তাদের। দ্বিতীয়ার্ধের শুরুতে দাপট বজায় থাকে অজিদেরই। ৪৮ মিনিটে মিচেল ডিউকের গোলে ব্যবধান বাড়ায় অস্ট্রেলিয়া। তবে, সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল সৌদিও। ট্র্যাজিক হল, ৮৪ মিনিটে পেনাল্টি পেলেও গোল করতে পারেনি সৌদি আরব। এরপর আর কোনও গোল হয়নি। এভাবেই এশিয়ান অঞ্চলের বাছাইপর্ব থেকে সরাসরি খেলবে অস্ট্রেলিয়া।
অজিদের এই জয়ের পর এশিয়া থেকে ছ’টি দেশ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ফেলল। অস্ট্রেলিয়া ছাড়াও এশিয়া থেকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে দক্ষিণ কোরিয়া, জাপান, ইরান, উজবেকিস্তান এবং জর্ডন। এর মধ্যে উজবেকিস্তান ও জর্ডন প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।
২০২৬ বিশ্বকাপ আয়োজিত হবে আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোয়। সুতরাং সরাসরি এই তিন দেশ বিশ্বকাপে কোয়ালিফাই করে গিয়েছে। কনকাকাফ থেকে আরও তিনটি দেশ যোগ্যতা অর্জন করবে। প্রসঙ্গত, বাছাই পর্বের তৃতীয় ইতিমধ্যেই শেষ হয়েছে। ১২ জুন হবে চতুর্থ রাউন্ডের ড্র। এখান থেকেই বাকি তিন দল নির্ধারিত হওয়ার কথা।
অন্যদিকে, লাতিন আমেরিকা থেকে ছ’টি দল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। এখনও পর্যন্ত এই অঞ্চল থেকে আর্জেন্টিনা, ব্রাজিল এবং ইকুয়েডর কোয়ালিফাই করে ফেলেছে। ১৮ রাউন্ডের বাছাইপর্বের পর বাকি কোন দেশকে বিশ্বকাপে দেখা যাবে, তা জানা যাবে। তাছাড়াও ওশেনিয়া অঞ্চল থেকে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে নিউজিল্যান্ডও।
🇦🇺🎟️ Australia have punched their ticket to 26! |
— FIFA World Cup (@FIFAWorldCup)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.