Advertisement
Advertisement

Breaking News

Durand Cup

গোর্খা রেজিমেন্টের ‘কুকরি শো’র পাশেই বাউল গান, ডুরান্ডের উদ্বোধনে জমজমাট অনুষ্ঠান

ডুরান্ডের সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Baul song and other functions at Durand Cup opening ceremony

ফাইল ছবি

Published by: Anwesha Adhikary
  • Posted:July 21, 2025 12:23 pm
  • Updated:July 21, 2025 12:23 pm  

স্টাফ রিপোর্টার: ২৩ জুলাই শুরু হচ্ছে এবারের ডুরান্ড কাপ। যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রথম ম্যাচে মাঠে নামছে ইস্টবেঙ্গল এবং সাউথ ইউনাইটেড। এবার ডুরান্ডের সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দু’বছর আগেও তিনি বলে কিক মেরে ডুরান্ডের উদ্বোধন করেছেন। গতবছর সরকারি কাজে দিল্লিতে থাকায় উদ্বোধনে আসতে পারেননি তিনি। তবে এবার থাকবেন মুখ্যমন্ত্রী। এছাড়া থাকবেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস-সহ সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের পদাধিকারীরা।

Advertisement

এমনিতে প্রতিবারই বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ডুরান্ডের উদ্বোধন করা হয়। ব্যতিক্রম হচ্ছে না এবারও। বুধবার বিকেলে সাড়ে চারটে নাগাদ উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হওয়ার কথা। এবারও থাকছে ‘ফ্লাইপাস্ট’। সেনাবাহিনীর হেলিকপ্টার পাইলটরা যুবভারতীর উপর করবেন ‘এয়ার শো’। পাশাপাশি সেনাবাহিনীর বিভিন্ন ডিভিশনের সদস্যরাও নিজেদের মতো করে পারফর্ম করবেন। গোর্খা রেজিমেন্টের ‘কুকরি শো’ থেকে শুরু করে শিখ রেজিমেন্টের ‘ভাংড়া’ থাকছে সবই। সঙ্গে থাকবে মার্শাল আর্টের শো। সবটাই হবে সেনাবাহিনীর নিজস্ব ব্যান্ডের সংগীতে।

এবারও উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হবেন ছৌ নৃত্যশিল্পীরা। তবে এবার উদ্বোধনী অনুষ্ঠানের সূচি তৈরির ক্ষেত্রে স্থানীয় সংস্কৃতির উপর বিশেষভাবে জোর দিয়েছেন আয়োজকরা। সেই সূত্রেই বাংলার বাউল সংগীতের উপস্থিতি দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে। সবমিলিয়ে আঘধণ্টা এই উদ্বোধনী অনুষ্ঠান চলবে। ম্যাচের কিক অফ হবে সাড়ে পাঁচটার সময়। অবশ্য শুধু কলকাতা নয়, ডুরান্ডের বাকি চার আয়োজক শহরেও উদ্বোধনী অনুষ্ঠান হবে। জামশেদপুর, ইম্ফল, কোকরাঝাড় এবং শিলংয়ে প্রথম ম্যাচের আগে এমন অনুষ্ঠান হবে বলে জানা গিয়েছে।

ইতিমধ্যেই ডুরান্ডের জন্য টিকিট বিক্রির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অনলাইনের পাশাপাশি ময়দানের তিন প্রধানের তাঁবু এবং যুবভারতীর কাউন্টার থেকে টিকিট কিনতে পারবেন সমর্থকরা। এমনকী তিন প্রধানের ম্যাচের দিন সংশ্লিষ্ট ক্লাবের তাঁবু থেকে টিকিট কেনা যাবে। ডায়মন্ডহারবার এফসি-র ম্যাচের টিকিটও পাওয়া যাবে মহামেডান ক্লাব থেকে। তবে ম্যাচের দিন যুবভারতীর কাউন্টার বন্ধ থাকবে। ইতিমধ্যে সাধারণ সমর্থকদের জন্য পঞ্চাশ, একশো এবং দু’শো টাকা মূল্যের টিকিট ছাড়া হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement