Advertisement
Advertisement
Santosh Trophy

পাঞ্জাবের কাছে হার, সন্তোষ ট্রফি থেকে বিদায় বাংলার

বাংলার ম্যাচ বাকি লাদাখের সঙ্গে।

Bengal lost the match against Punjab in Santosh Trophy । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:October 16, 2023 6:27 pm
  • Updated:October 16, 2023 6:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্তোষ ট্রফি (Santosh Trophy) থেকে বিদায় নিল বাংলা। সোমবার পাঞ্জাবের কাছে ৩-০ গোলে হার মানল রঞ্জন চৌধুরীর দল। পাঞ্জাবের কাছে হারের ফলে টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে হল।

Advertisement

এদিন পর্যন্ত চারটি ম্যাচের মধ্যে বাংলা জিতেছে কেবল ওড়িশার বিরুদ্ধে। দিল্লি ও হরিয়ানার সঙ্গে ম্যাচ ড্র হয় বাংলার। আর পাঞ্জাবের কাছে হার মানতে হল বাংলাকে। নিয়মরক্ষার ম্যাচ বাকি বাংলার। খেলা বাকি লাদাখের সঙ্গে। 

[আরও পড়ুন: ১২৮ বছর পর অলিম্পিকে ফিরল ক্রিকেট, ঘোষণা করল আইওসি]

 প্রথম ম্যাচে ১০ জনের ওড়িশাকে (Odisha) ২-০ গোলে হারিয়ে দিয়ে শুরুটা ভালোই করেছিল বাংলা।  দ্বিতীয় ম্যাচেই ধাক্কা খায় বাংলার সন্তোষ ট্রফি (Santosh Trophy) অভিযান। দিল্লির (Delhi) বিরুদ্ধে আটকে যান রঞ্জন চৌধুরীর ছেলেরা। গোলশূন্য ড্র করেই মাঠ ছাড়তে হয় বাংলাকে। সোমবার পাঞ্জাবের বিরুদ্ধে দাঁড়াতেই পারল না বাংলা। ম্যাচ হেরে যাওয়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হল। 

[আরও পড়ুন: ইংল্যান্ড বধ করে ইতিহাস লেখার পরেই আফগান সুন্দরীর নাচের ভিডিও ভাইরাল]

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement