Advertisement
Advertisement
Bhaichung Bhutia

‘যোগ্য কারও হাতে দায়িত্ব যাক’, ফেডারেশনের নির্বাচনে লড়বেন না, জানালেন বাইচুং

ফিফার ভূমিকাতেও হতাশ বাইচুং।

Bhaichung Bhutia announces, He wont fight AIFF elections

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:September 12, 2025 1:05 pm
  • Updated:September 12, 2025 1:05 pm   

স্টাফ রিপোর্টার: তিন বছরেও ভারতীয় ফুটবল ফেডারেশনের নতুন সংবিধান কার্যকর করতে পারেনি দায়িত্বপ্রাপ্ত কমিটি। এই পরিস্থিতিতে আগামী অক্টোবরের মধ্যে সেই কাজ সম্পূর্ণ করার জন্য ফেডারেশনকে রীতিমতো ‘ডেডলাইন’ দিয়েছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার নির্দেশ উপেক্ষা করলে যে ফের ‘সাসপেন্ড’ করা হতে পারে, সেই ইঙ্গিতও রয়েছে চিঠিতে। তবে ২০২৫ সালে নয়, ফিফার সেই চিঠি তিন বছর আগেই আসা উচিত ছিল বলে মনে করেন বাইচুং ভুটিয়া। তবে ফেডারেশনের নির্বাচন হলেও তাতে তিনি অংশ নেবেন না, স্পষ্ট করে দিয়েছেন বাইচুং।

Advertisement

টাটা স্টিলের অনুষ্ঠানে কলকাতায় এসে প্রাক্তন ভারত অধিনায়ক বলছিলেন, “আমি ফিফার কাজে কিছুটা হতাশ। কারণ এই চিঠিটা তিন বছর আগে পাঠানো দরকার ছিল। তিন বছর ধরে তো নতুন সংবিধান কার্যকর করা হয়নি। আমি তখনই বিষয়টি নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলাম। আমি যা বলেছিলাম, ফিফার চিঠিতে সেটাই রয়েছে। ফিফা তখন চিঠি পাঠালে ভারতীয় ফুটবলের এমন হাল হত না। আশা করছি, শীর্ষ আদালতের রায়ের পর পরিস্থিতির উন্নতি হবে।”

তবে তিনি যে ফেডারেশন নির্বাচনে অংশ নেবেন না, তা ঘোষণা করে দিয়েছেন বাইচুং। তাঁর বক্তব্য, “আমি ভোটে দাঁড়াব না। তবে আশা করছি যোগ্য কারও হাতে দায়িত্ব যাবে এবং তিনি ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাবেন। কারণ আমাদের ফের শূন্য থেকে শুরু করতে হবে।” ভারতীয় ফুটবলের হাল নিয়ে বাইচুংয়ের খোঁচা, “আইএসএল ছাড়ুন, আই লিগের অবস্থা দেখুন। চ্যাম্পিয়ন টিম ট্রফি পায় না। কাদের অবনমন হবে পরিষ্কার নয়। তৃণমূলস্তরে কোনও কাজ হচ্ছে না।”

কাফা নেশনস কাপে কয়েকদিন আগে ব্রোঞ্জ জিতেছে ভারত। বাইচুং জোর দিচ্ছেন ধারাবাহিকতা ধরে রাখার উপর। প্রাক্তন জাতীয় অধিনায়কের কথায়, “কাফায় তৃতীয় হওয়া ভালো ফলাফল। তবে এমন সাফল্য পিকে বন্দ্যোপাধ্যায়ের আমল থেকেই আমরা দেখছি। জাতীয় দলকে ধারাবাহিকভাবে ভালো খেলতে হবে। এশিয়া কাপ আর বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় ইতিবাচক ফলাফল করা আমাদের লক্ষ্য হওয়া উচিত।” জাতীয় দলে গোল করার লোকের অভাব নিয়ে বহু আলোচনা হয়। বাইচুংয়ের নিদান, অনুর্ধ্ব-২৩ দলে ভালো খেলা ফরোয়ার্ডদের সিনিয়র দলে নিয়ে আসা হোক। “সিনিয়র দলে গোল করার লোক নেই। কাফায় তিনটে গোল তো ডিফেন্ডাররাই করল, ডেড বল সিচুয়েশন থেকে। তাই জুনিয়র দলে ভালো খেলা প্লেয়ারদের প্রমোশন দেওয়া উচিত।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ