Advertisement
Advertisement
Bhaichung Bhutia

‘ভারতীয় ফুটবলকে একেবারে শেষ করে দিয়েছে’, কল্যাণের পদত্যাগের দাবিতে সোচ্চার বাইচুং

কোচ মানোলো মারকুয়েজের নিয়োগ নিয়েও প্রশ্ন তুলেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।

Bhaichung Bhutia slams AIFF president over Indian team's loss

ফাইল ছবি

Published by: Anwesha Adhikary
  • Posted:June 11, 2025 11:23 pm
  • Updated:June 11, 2025 11:23 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হংকংয়ের মতো প্রতিপক্ষের কাছেও হারতে হল ভারতকে! তারপর থেকেই ফেডারেশনের বিরুদ্ধে সুর চড়িয়েছে ভারতীয় ফুটবলমহল। প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়া সাফ জানিয়েছেন, এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবেকে পদত্যাগ করতে হবে। কারণ তিনি ভারতীয় ফুটবলকে একেবারে ধ্বংস করে দিয়েছেন।

Advertisement

এশিয়ান কাপের বাছাই পর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে হার সম্ভবত সাম্প্রতিক অতীতে ভারতীয় ফুটবলকে সবচেয়ে বড় ধাক্কাটা দিয়ে গিয়েছে। এই হারের পর একদিকে যেমন ভারতীয় ফুটবল মহল রীতিমতো বিধ্বস্ত, অন্যদিকে তেমনই এশিয়ান কাপের মূল পর্বে খেলার সম্ভাবনাও রীতিমতো ক্ষীণ হয়েছে সুনীলদের। শোনা যাচ্ছে, লাগাতার ব্যর্থতার পর পদত্যাগ করতে পারেন ব্লু টাইগার্সদের কোচ মানোলো মারকুয়েজ।

তবে ভারতীয় ফুটবলে এমন কালো দিন এনে দেওয়ার জন্য ফেডারেশন সভাপতি কল্যাণকেই দায়ী করেছেন বাইচুং। ২০২২ সালে প্রেসিডেন্ট নির্বাচনে কল্যাণের কাছে হেরেছিলেন ‘পাহাড়ি বিছে’। এখন তাঁর অভিযোগ, দায়িত্বে থেকে ভারতীয় ফুটবলকে ধ্বংস করেছেন ফেডারেশন প্রেসিডেন্ট। একটি সাক্ষাৎকারে বাইচুং বলেন, “ভারতীয় ফুটবলকে একেবারে শেষ করে দিয়েছে কল্যাণ চৌবে। এখনই ওর পদত্যাগ করে চলে যাওয়া উচিত। একের পর এক বিতর্ক, দুর্নীতি হচ্ছে। এত মাস কেটে যাওয়ার পরেও জানা নেই আই লিগ চ্যাম্পিয়ন কে?”

এখানেই না থেমে বাইচুং আরও বলেন, “টেকনিক্যাল কমিটিকে উপেক্ষা করে মানোলোকে কোচ করা হল। তিনি এফসি গোয়ার সঙ্গেই জাতীয় দলের দায়িত্ব সামলালেন। আসলে তৃণমূলস্তরে কোনও উন্নতি হচ্ছে না। মাঠের বাইরে কেবলই খারাপ খবর। সমস্ত কিছুর প্রভাব পড়ছে জাতীয় দলের পারফরম্যান্সে।” হংকং ম্যাচ জিতলে যেভাবে আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছিল ভারতীয় দলের জন্য, সেই পদক্ষেপকেও তোপ দেগেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ