ভবানীপুর: ২ (মুশরফ, ক্রেগ)
মহামেডান: ১ (সজল)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুতেই যেন খারাপ সময় কাটছে না মহামেডান স্পোর্টিংয়ের। শুক্রবার কলকাতা লিগের ম্যাচে ভবানীপুরের কাছে ১-২ গোলে হেরে গেল সাদা-কালো ব্রিগেড। হতশ্রী এই পরাজয়ের পর গ্রুপ বি-তে দশম স্থানে মহামেডান। অন্যদিকে, জয়ের পর গ্রুপ বি-তে তৃতীয় স্থানে ভবানীপুর।
গ্রুপ বি-তে লিগ টেবিলের শীর্ষে থাকা ইউনাইটেড কলকাতাকে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর ছিল ভবানীপুর ক্লাব। এরপর অবশ্য পিয়ারলেসের সঙ্গে গোলশূন্য ড্র করে তারা। যদিও এদিন বারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলতে থাকেন সাইদ রামনের ছেলেরা। এর ফলও মেলে হাতেনাতে। ১১ মিনিটেই ভবানীপুরকে এগিয়ে দেন মহম্মদ মুশরফ।
গোলের পর উজ্জীবিত ফুটবল উপহার দেয় ভবানীপুর। বেশ কিছু সুযোগ পেলেও তা থেকে গোল হয়নি। অন্যদিকে, মহামেডানের খেলায় বেশ কিছু দুর্বলতা চোখে পড়ে। বিশেষ করে মাঝমাঠ আর রক্ষণভাগের মধ্যে বারবার একটা ফাটল তৈরি হচ্ছিল। যার সুযোগ নিচ্ছিলেন ভবানীপুরের ফুটবলাররা। যদিও প্রথমার্ধে আর কোনও গোল হয়নি।
দ্বিতীয়ার্ধে বেশ কিছুটা সংগঠিত ফুটবল খেলেন মেহরাজউদ্দিন ওয়াড়ুর ছেলেরা। ৫৪ মিনিটে সজল বাগের গোলে সমতায় ফেরে তারা। তবে ৭০ মিনিটের পর কেমন যেন খেই হারিয়ে ফেলে সাদা-কালো বাহিনী। ৭৩ মিনিটে ক্রেগের এগিয়ে যায় ভবানীপুর। সেটাই ছিল জয়সূচক গোল। এই জয়ের ফলে ১০ ম্যাচে ৫ জয়ের সঙ্গে ১৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রইল ভবানীপুর ক্লাব। অন্যদিকে, মহামেডান ১০ ম্যাচে মাত্র ২টিতে জিতে ৭ পয়েন্ট নিয়ে দশম স্থানে। এই গ্রুপে শীর্ষে রয়েছে ইউনাইটেড কলকাতা। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ২৩। দ্বিতীয় স্থানে ইউনাইটেড এসসি। তাদের পয়েন্ট ২০।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.