Advertisement
Advertisement
East Bengal

একই দিনে জোড়া চমক! এডমুন্ডের পর বিপিন সিংয়ের সইয়ের ঘোষণা ইস্টবেঙ্গলের

'ইস্টবেঙ্গলের জার্সিতে ডার্বি জিততে চাই', হুঙ্কার বিপিনের।

Bipin Singh joins East Bengal on a two year deal
Published by: Arpan Das
  • Posted:July 13, 2025 3:09 pm
  • Updated:July 13, 2025 3:09 pm   

শিলাজিৎ সরকার: প্রথমে এডমুন্ড লালরিনডিকা, তারপর বিপিন সিং। একই দিনে দুই তারকা ফুটবলারের সইয়ের ঘোষণা ইস্টবেঙ্গলের। এডমুন্ড যোগ দিয়েছেন তিন বছরের চুক্তিতে। আর মুম্বই সিটি এফসিতে খেলে আসা বিপিনকে দুই বছরের চুক্তিতে সই করাল ইস্টবেঙ্গল।

Advertisement

৩০ বছর বয়সি উইঙ্গার যে লাল-হলুদ জার্সি পরতে চলেছেন, সেই চর্চা দীর্ঘদিন ধরেই ছিল। লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোর উইশ লিস্টে ছিলেন বিপিন। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা। মুম্বইয়ের হয়ে সাত মরশুমে ১৫৮ ম্যাচে ২৮টি গোল করেন। তবে গত মরশুমে আইএসএলে সেভাবে ফর্মে ছিলেন না বিপিন। ২১টি ম্যাচে মাত্র ১টি গোল করেন। কোনও অ্যাসিস্ট ছিল না। তবে অভিজ্ঞ বিপিনকে নিয়ে আশাবাদী ইস্টবেঙ্গলের হেড অব ফুটবল থাংবোই সিংটো।

তিনি বলছেন, “বিপিন বহুমুখী ও অভিজ্ঞ উইঙ্গার। দলে জয়ের মানসিকতা নিয়ে আসতে পারবেন। তাঁর সৃজনশীলতা ও গোল করার প্রতিভা দলের জন্য অমূল্য সম্পদ হতে পারে।” অন্যদিকে লাল-হলুদের কোচ অস্কার ব্রুজো বলছেন, “বিপিন অভিজ্ঞ প্লেয়ার। আন্তর্জাতিক মঞ্চে খেলার অভিজ্ঞতা রয়েছে। আমাদের আক্রমণভাগে বিকল্প ও শক্তি বাড়ল। গত মরশুমে গোল করতে আমাদের যে সমস্যা হয়েছিল, আশা করছি বিপিনের আগমনে সেগুলো ঠিক হবে।”

আর বিপিন নিজে কী বলছেন? তাঁর বক্তব্য, “এই ঐতিহাসিক ক্লাবে যোগ দিয়ে আমি গর্বিত। ইস্টবেঙ্গলের সাফল্যে গোল ও অ্যাসিস্ট করার জন্য সবটা দিতে আমি প্রতিজ্ঞাবদ্ধ। দলের জন্য ডার্বি জিততে, ট্রফি জিততে আগ্রহী। সেই সঙ্গে ইস্টবেঙ্গল ভক্তদের জন্য সুন্দর স্মৃতি তৈরি করে যেতে চাই।” আইএসএলে ১৪১টি ম্যাচে তাঁর ২৭টি গোল ও ১২টি অ্যাসিস্ট আছে। ভারতের জার্সিতে ৭টি ম্যাচ খেলেছেন বিপিন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ