সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঐতিহ্যবাহী কলকাতা লিগের হয়তো সেই গরিমা এখন অনেকটাই ফিকে হয়েছে। তবু ঘরোয়া লিগের মাঠগুলোর ঘাস আজও সজীব থাকে পাঠচক্রের অর্ণব দাস, এরিয়ানের রাজু ওঁরাওদের জন্য। বা বলা ভালো তাঁদের জীবনের লড়াইয়ের গল্পের জন্য। সপ্তাহ খানেক আগেই মাকে হারিয়ে শক্তিশালী ইস্টবেঙ্গলকে রুখে দিয়েছিলেন গোলকিপার অর্ণব। তাঁরই জীবনমন্ত্রে অনুপ্রাণিত রাজু বাবাকে হারিয়ে মাঠে নেমেছিলেন। আর গোল করে ভবানীপুরের বিরুদ্ধে এরিয়ানকে জিতিয়ে যেন পিতৃতর্পণ করলেন।
রবিবার বাবাকে হারিয়েও ম্যাচ খেলতে চেয়েছিলেন ২৭ বছরের রাজু। এরিয়ানের কোচ রাজদীপ নন্দী কথা দিয়েছিলেন রাজু মাঠে নামলে অবশ্যই প্রথম একাদশে রাখবেন। রাজদীপ কথা রেখেছিলেন। আর যেন নিজের কাছে দেওয়া কথা রাখলেন রাজু। কলকাতা লিগে একেবারেই ফর্মে ছিল না এরিয়ান ক্লাব। মাঝে কোচ বদল হয়েছে। এই অবস্থায় বাবার শেষকৃত্য শেষ করে ধড়া গলায় বাবার স্মৃতি আওড়াতে আওড়াতেই মন শক্ত করে নিয়েছিলেন রাজু। শেষ পর্যন্ত তাঁর গোলেই ভবানীপুরকে হারিয়ে অক্সিজেন পেল এরিয়ান। যা এবারের কলকাতা লিগে তাদের প্রথম জয়।
কলকাতা লিগের অন্য ম্যাচে মহামেডানকে ১-০ গোলে হারাল ডায়মন্ড হারবার। লিগে এখনও অপরাজিত তারা। ডায়মন্ড হারবারকে শুরুতেই এগিয়ে দেন আকাশ হেমব্রম। অন্যদিকে মহামেডান এখনও পর্যন্ত লিগে জয়ের মুখ দেখেনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.