স্টাফ রিপোর্টার: ঘরোয়া লিগের গ্রুপ বিন্যাস হয়ে গেল বুধবার। একই গ্রুপে রয়েছে মোহনবাগান আর ইস্টবেঙ্গল। এদিন কলকাতা রোয়িং ক্লাবে এক অনুষ্ঠানে লটারি অনুষ্ঠিত হল কলকাতা লিগের।
লটারিতে অংশ নিলেন একঝাঁক প্রাক্তন ফুটবলার। গ্রুপ এ-তে যখন দুই প্রধান, অন্যদিকে গ্রুপ বি-তে রয়েছে মহামেডান। এই গ্রুপেই রয়েছে ডায়মন্ড হারবার এফসির মতো আর এক শক্তিশালী দল। অথচ অনুষ্ঠানে ছিলেন না মোহনবাগান, ডায়মন্ড হারবার, সুরুচি, সাদার্ন সমিতি এবং বিএসএসের কোনও প্রতিনিধি। তাদের বক্তব্য, গত মরশুমের লিগ চ্যাম্পিয়নশিপই ঘোষণা হয়নি। এই মরশুমের শুরু হয়ে যায় কী করে।
গ্রুপ এ-তে দু প্রধান ছাড়া বাকি দলগুলো হল মেসারার্স ক্লাব, কালীঘাট স্পোর্টস লাভার্স, সুরুচি সংঘ, রেলওয়ে এফসি, বেহালা এসএস, জর্জ টেলিগ্রাফ, কালীঘাট মিলন সংঘ, ক্যালকাটা কাস্টমস, পাঠচক্র, আর্মি রেড ও পুলিশ এসি। সিকোয়েন্স অনুযায়ী সপ্তম রাউন্ডে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। গ্রুপ বি-তে মহামেডান, ডায়মন্ড হারবার এফসি ছাড়াও রয়েছে শ্রীভূমি এফসি, ক্যালকাটা পুলিশ ক্লাব, উয়াড়ি অ্যাথলেটিক ক্লাব, ইউনাইটেড স্পোর্টস, ভবানীপুর ক্লাব, রেনবো অ্যাসোস, এরিয়ান ক্লাব, খিদিরপুর স্পোর্টিং, ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব, সাদার্ন সমিতি ও পিয়ারলেস স্পোর্টস ক্লাব।
লটারিতে ছিলেন মনোরঞ্জন ভট্টাচার্য, জামশেদ নাসিরি, ভাস্কর গঙ্গোপাধ্যায়, শিশির ঘোষ, অলোক মুখোপাধ্যায়, অতনু ভট্টাচার্য, মানস ভট্টাচার্য, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, অমিত ভদ্র, সুব্রত পাল, দীপেন্দু বিশ্বাস, আলভিটো ডি’কুনহা, রহিম নবি, মেহতাব হোসেনের মতো প্রাক্তনরা। ভারতীয় ফুটবল দলের ডিরেক্টর হওয়ার জন্য সংবর্ধনা দেওয়া হয় সুব্রত পালকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্তোষ ট্রফিজয়ী বাংলা দলের কোচ সঞ্জয় সেন। ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, চেয়ারম্যান সুব্রত দত্ত, সচিব অনির্বাণ দত্ত-সহ শীর্ষকর্তারা। ছিলেন শ্রাচী কর্ত রাহুল টোডি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.