Advertisement
Advertisement
East Bengal

জর্জ টেলিগ্রাফকে চার গোল দিয়ে ঘরোয়া লিগে শীর্ষে ইস্টবেঙ্গল, বড় জয় ভবানীপুরেরও

জমে উঠেছে কলকাতা লিগের সুপার সিক্সের লড়াই। 

Calcutta Football League: East Bengal and Bhawanipur club wins by big margin
Published by: Subhajit Mandal
  • Posted:August 26, 2025 5:21 pm
  • Updated:August 26, 2025 5:21 pm   

ইস্টবেঙ্গল: ৪ (বিষ্ণু ২, সায়ন, মনোতোষ)
জর্জ টেলিগ্রাফ: ০

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা লিগে ফের ছুটছে ইস্টবেঙ্গলের বিজয়রথ। মঙ্গলবার জর্জ টেলিগ্রাফকে একপ্রকার ফুঁৎকারে উড়িয়ে দিয়ে ঘরোয়া লিগের শীর্ষস্থানে উঠে এল লাল-হলুদ শিবির। অন্যদিকে গ্রুপ বি’র ম্যাচে বড় ব্যবধানে জিতল ভবানীপুরও। তবে ইউনাইটেড স্পোর্টসের কাছে হারের মুখ দেখতে হল ডায়মন্ড হারবারকে।

এমনিতে জর্জ টেলিগ্রাফের থেকে ধারেভারে এগিয়েই ছিল ইস্টবেঙ্গল। যে দলে দেবজিৎ, সায়ন, বিষ্ণুদের মতো আইএসএলে খেলা ফুটবলার রয়েছে, সেই জর্জকে হারাবে সেটা প্রত্যাশিতই ছিল। তবে এদিন খানিক চমকপ্রদভাবে প্রথমার্ধে জর্জের রক্ষণ ভেদ করতে পারেনি লাল-হলুদ শিবির। ম্যাচের ৬৮ মিনিটে প্রথম গোলটি আসে বিষ্ণুর পা থেকে। দ্বিতীয় গোলটি আসে ম্যাচের ৮৩ মিনিটে। এবার গোল করেন সায়ন। ৮৮ মিনিটে ফের বিষ্ণুর গোল। সংযুক্ত সময়ে গোল করে জর্জ টেলিগ্রাফের কফিনে শেষ পেরেকটি পোঁতেন মনোতোষ। ডেভিড পেনাল্টি মিস না করলে খেলার ফল ৫-০ হতে পারত। এই জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষস্থানে জাঁকিয়ে বসল লাল-হলদু শিবির। ১০ ম্যাচে তাদের সংগ্রহ ২০ পয়েন্ট। এই গ্রুপে দ্বিতীয় স্থানে পুলিশ এবং তৃতীয় স্থানে সুরুচি সংঘ। মোহনবাগান রয়েছে ষষ্ট স্থানে।

অন্যদিকে এদিন গ্রুপ বি-তে নিজেদের ম্যাচ জিতে সুপার সিক্সের লড়াই জমিয়ে দিল ইউনাইটেড স্পোর্টস এবং ভবানীপুর। পুলিশের বিরুদ্ধে ৪-০ গোলের ব্যবধানে জিতে তৃতীয় স্থান ধরে রেখেছে ভবানীপুর। অন্যদিকে খানিকটা চমকপ্রদভাবে ডায়মন্ড হারবার এফসিকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে ইউনাইটেড স্পোর্টস। ফলে গ্রুপ বি-তে ইউনাইটেড স্পোর্টস ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ভবানীপুর তৃতীয় স্থানে। ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে এখনও ইউনাটেড কলকাতা। ডায়মন্ড হারবার ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। সব মিলিয়ে জমে উঠেছে কলকাতা লিগের সুপার সিক্সের লড়াই। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ