স্টাফ রিপোর্টার: শনিবার ঘরোয়া লিগের ডার্বির প্রথম পর্যায়ের টিকিট ছাড়া হয়েছিল নির্দিষ্ট একটি অ্যাপে। প্রথম পর্যায়ের ছাড়া সেই টিকিট প্রায় শেষের পথে। আপাতত মোহনবাগানের জন্য নির্দিষ্ট ব্লক ‘বি’, ব্লক ‘সি’ ও ব্লক ‘এ’-র টিকিট শেষ। কিছু টিকিট বাকি রয়েছে ইস্টবেঙ্গলের জন্য নির্দিষ্ট গ্যালারির। গোলপোস্টের ঠিক পিছনে ব্লক ‘এ’ গ্যালারি নির্দিষ্ট করা হয়েছে ইস্টবেঙ্গলের জন্য।
আইএফএ কর্তাদের আশা এই পর্যায়ের বাকি টিকিটও দ্রুতই শেষ হয়ে যাবে। এই পর্বের টিকিট পুরো বিক্রি হয়ে গেলে আইএফএ সেই রিপোর্ট দেবে স্থানীয় পুলিশকে। তারপর ফের বাকি টিকিট এই অ্যাপেই ছাড়বে তারা। কল্যাণী স্টেডিয়ামে নিরাপত্তাজনিত কারণে এবার ঘরোয়া লিগের ডার্বি মাত্র দশ হাজার দর্শক দেখতে পারবেন মাঠে বসে। টিকিটের মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা। ঘরোয়া লিগের ডার্বি আয়োজনে আইএফএ ত্রুটি রাখতে চাইছে না। আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, “প্রথম পর্যায়ের টিকিট প্রায় শেষ। আমরা এই টিকিট বিক্রির রিপোর্ট পুলিশকে দেওয়ার পর ফের দ্বিতীয় দফার টিকিট ছাড়া হবে। সবকিছু ঠিক থাকলে সোমবারই আমরা দ্বিতীয় দফার টিকিট ছেড়ে দিতে পারি।”
অন্যদিকে ঘরোয়া লিগের ডার্বি দেখতে পাওয়া যাবে মাল্টিপ্লেক্সে। উদ্যোক্তাদের দাবি, সিনেমার পর্দায় ঘরোয়া লিগের ডার্বি ম্যাচ দেখানোর উদ্যোগ এই প্রথম। তবে সেটা বাংলায় নয়। আশ্চর্য হচ্ছেন? এটাই সত্যি। বাংলার সীমা ছাড়িয়ে ত্রিপুরাতে এই আয়োজন হতে চলেছে শনিবার। এই উপলক্ষে কলকাতা থেকে আগরতলায় উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে ভারতীয় ফুটবলের দুই প্রাক্তন তারকা আলভিটো ডি’কুনহা ও রহিম নবিকে।
কলকাতা ডার্বি নিয়ে উন্মাদনা থাকে সারা দেশেই। সেই উন্মাদনাকে আরও ছড়িয়ে দিতেই এই পরিকল্পনা নিয়েছে এসএসআর সিনেমা। ত্রিপুরার রাজধানী আগরতলার মন্ত্রীবাড়ি রোডে অবস্থিত এমএল প্লাজার এসএসআর সিনেমাতে টিকিট কেটে শনিবার ডার্বি দেখার সুযোগ থাকছে ফুটবল প্রেমীদের। ঘরোয়া লিগ দেখানোর স্বত্ব রয়েছে এসএসইএন অ্যাপের কাছে। তাদের সঙ্গে যৌথ উদ্যোগে তারা কলকাতা লিগের ডার্বি দেখানোর সিদ্ধান্ত নিয়েছে।
এই প্রসঙ্গে এসএসআর সিনেমার ডিরেক্টর শতদীপ সাহা বলেন, “কলকাতা ডার্বি নিয়ে সারা দেশেই উন্মাদনা থাকে। আমরা এই পদক্ষেপটা করে দেখছি। আপাতত একটি হলে দেখানোর ব্যবস্থা করা হচ্ছে। যদি এই উদ্যোগে সাড়া পাই তাহলে আমরা আরও বেশি হলে এই ধরনের ম্যাচ দেখানোর ব্যবস্থা করতে পারি। কলকাতা থেকে ওই দিন আগরতলায় যাচ্ছেন আলভিটো ও রহিম নবির মতো ডার্বি মাতানো ফুটবলার।”
মাল্টিপ্লেক্সে ডার্বি দেখতে বিশেষ অর্থ খরচও হবে না ফুটবলপ্রেমীদের। টিকিটের দাম রাখা হয়েছে ৫০, ১০০ ও ১৫০ টাকা। যেখানে মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে গেলে এর থেকে অনেক বেশি টাকার টিকিট কাটতে হয়। এই প্রসঙ্গে শতদীপ আরও যোগ করেন, “প্রথমবার সিনেমা হলে ডার্বি দেখবেন দর্শকরা। এই পদক্ষেপটা করছি স্রেফ প্রোমোশনের জন্য। যাতে ফুটবলপ্রেমীরা সিনেমা হলে এসে খেলা উপভোগ করতে পারে। এখনও পর্যন্ত এর থেকে বাণিজ্যিক লাভের কথা ভাবিনি। এই উদ্যোগ সফল হলে পরে ভাবা যাবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.