Advertisement
Advertisement

Breaking News

Calcutta Football league

কলকাতা লিগে গড়াপেটার ছায়া, অভিযুক্ত দুই ক্লাবের তিন ফুটবলার ও এক সহকারী কোচ

গড়াপেটার অভিযোগে সাময়িকভাবে নির্বাসিত চার।

Calcutta Football league: Fixing allegations in premier division matches
Published by: Subhajit Mandal
  • Posted:July 24, 2025 10:35 am
  • Updated:July 24, 2025 12:35 pm  

শিলাজিৎ সরকার: কলকাতা ফুটবলে ফের গড়াপেটার ছায়া। বুধবার এই ইস্যুতে প্রিমিয়ার ডিভিশনের দুই ক্লাবের তিন ফুটবলারকে সাময়িকভাবে নির্বাসিত করেছে আইএফএ। সঙ্গে একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক ক্লাবের সহকারী কোচের ক্ষেত্রেও। অভিযোগের তদন্তের বিষয়টি কলকাতা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তাদের রিপোর্ট না আসা পর্যন্ত নির্বাসনের আওতায় থাকবেন ওই চার জন।

Advertisement

ঘটনার কেন্দ্রে রয়েছে ময়দানের দুই পুরনো ক্লাব- খিদিরপুর ও মেসারার্স। খিদিরপুরের ফুটবলার অভিক গুহ এবং মেসারার্সের দুই ফুবলার মুসলিম মোল্লা ও সান্নিক মুর্মুর বিরুদ্ধে গড়াপেটার অভিযোগ উঠেছে। আইএফএ যে গড়াপেটা বিরোধী এজেন্সির সঙ্গে কাজ করে, তাদের তরফেই এই তিন ফুটবলারের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে বলে খবর। এরমধ্যে খিদিরপুর বনাম ইউনাইটেড কলকাতা ম্যাচে অভিকের ভুল থেকে প্রতিপক্ষের পেনাল্টি পাওয়া নিয়ে ওই এজেন্সির সন্দেহ রয়েছে বলে খবর। তিন ফুটবলারের বিরুদ্ধে দিল্লির লিগেও এমন অভিযোগ উঠেছিল বলে আইএফএ সূত্রে জানা গিয়েছে।

অন্যদিকে, মেসারার্সের সহকারী কোচ রাজীব দে-র বিরুদ্ধে গড়াপেটার অভিযোগে নির্বাসিত এক ব্যক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগ রয়েছে। ওই নির্বাসিত ব্যক্তি মেসারার্সের প্র্যাকটিসে গিয়ে রাজীবের সঙ্গে কথা বলেন বলেও অভিযোগ। তার ভিত্তিতেই আপাতত তাঁকে নির্বাসিত করা হয়েছে। এপ্রসঙ্গে আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, “এজেন্সি এই চারজনের বিরুদ্ধে সন্দেহের কথা আমাদের জানিয়েছে। তাই আমরা তদন্তের ভার কলকাতা পুলিশকে দেওয়ার পাশাপাশি এই চারজনকে সাময়িকভাবে নির্বাসিত করেছি। তদন্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে।” সঙ্গে দুই ক্লাবকেই শো-কজ করা হয়েছে বলে জানিয়েছে আইএফএ। যদিও দুই ক্লাবের দাবি, তাদের আইএফএ-র তরফে শো-কজ করা হয়নি।

অন্যদিকে, কলকাতা লিগের ডার্বিতে মহিলা দর্শকদের জন্য টিকিট প্রতি পঞ্চাশ টাকা ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইএফএ। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের পরামর্শ মেনে মাঠে মহিলা দর্শকদের উপস্থিতি বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement