স্টাফ রিপোর্টার: ঘরোয়া লিগে মেসারার্স ম্যাচে দল নামায়নি মোহনবাগান। সাদার্নও দল নামায়নি ডায়মন্ডহারবারের বিরুদ্ধে। সোমবার লিগ কমিটির সভায় এই দুটি ম্যাচ নিয়ে আলোচনা করা হল। প্রিমিয়ার ও ফাস্ট ডিভিশন লিগ কমিটির সদস্যরা আলোচনা করে ওই দুই ম্যাচে দল না নামানোর জন্য মোহনবাগান ও সাদার্নের থেকে অর্জিত পয়েন্ট থেকে দু পয়েন্ট কেটে নিলেন। একই সঙ্গে মেসারার্স ও ডায়মন্ডহারবারকে ওই ম্যাচের পুরো তিন পয়েন্ট দিয়ে দিলেন। যদিও তাতে মোহনবাগান বা সাদার্নের লিগ ভাগ্যে বিশেষ তফাৎ হচ্ছে না।
ফলে গ্রুপ বি-এ থেকে দ্বিতীয় স্থানে থেকে সুপার সিক্সে চলে গেল ডায়মন্ডহারবার। সাদার্নের অর্জিত পয়েন্ট ছিল ২। তারা এই সিদ্ধান্তের পর তাদের পয়েন্ট শূন্য হয়ে গেল। এদিন লিগ কমিটির বৈঠক শেষে কমিটির চেয়ারম্যান কৌশিক বসু বলেন, “নিয়ম অনুযায়ী মোহনবাগান ও সাদার্নের দুই পয়েন্ট করে কেটে নেওয়া হয়েছে। পাশাপাশি ওই ম্যাচের পুরো পয়েন্ট দেওয়া হয়েছে মেসারার্স ও ডায়মন্ডহারবারকে।”
এই বৈঠকের পর আইএফএ বৃহস্পতিবার থেকে সুপার সিক্সের ম্যাচ শুরু করছে। নিজেদের মাঠে প্রথম ম্যাচে নামছে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ ইউনাইটেড কলকাতা। বুধবার থেকে শুরু হতে চলেছে অবনমন পর্বের ম্যাচ। ব্যরাকপুরে প্রথম ম্যাচে মহামেডান নামছে সাদার্নের বিরুদ্ধে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.