সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিও ডি জেনেইরোতে যখন পা দিলেন তখন স্থানীয় সময় রাত ন’টা। এবং সেই সময় থেকেই ব্রাজিল ফুটবলে সূচনা হল নতুন যুগের। ব্রাজিলের জাতীয় ফুটবল দলের প্রথম বিদেশি কোচ হিসাবে দায়িত্ব নিলেন ইতালির বর্ষীয়ান কোচ কার্লো আন্সেলোত্তি। এবং তার কিছুক্ষণের মধ্যেই আসন্ন বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডের দু’টি ম্যাচের জন্য ব্রাজিলের ২৫ জনের দল ঘোষণা করে দিলেন তিনি।
তাঁর ঘোষিত দলে সুযোগ পেয়েছেন দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা কাসেমিরো। আন্সেলোত্তির দলে আছেন অ্যান্টনি। সুযোগ পেয়েছেন রিচার্লিসন। তবে নেইমার এই দলে সুযোগ পাননি। আন্সেলোত্তি জানিয়েছেন, “আমি চাই যারা ফিট আছে, তারা সুযোগ পাক। নেইমার সম্প্রতি চোট পেয়েছে। তবে সবাই জানে যে, নেইমার খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার।” সুযোগ পাননি রদ্রিগো। ফিরেছেন গোলরক্ষক অ্যালিসন বেকার।
এদিন যখন রিও বিমানবন্দর থেকে বেরিয়ে আসছিলেন তখন সেভাবে জনসমাগম ছিল না। সদ্য সিবিএফ প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়া সামির জাউদ আন্সেলোত্তিকে স্বাগত জানান। ব্রাজিলে পা রাখার পর আন্সেলোত্তিকে উপহার দেওয়া হয় ‘দশ নম্বর’ জার্সি। সাংবাদিক সম্মেলনে আন্সেলোত্তি বলেন, “বিশ্বের সেরা জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করাটা সম্মানের এবং গর্বের। আমি বুঝতে পারছি ব্রাজিল আবার বিশ্বচ্যাম্পিয়ন হতে বদ্ধপরিকর। এবং আমিও তা আশা করছি। ব্রাজিলের দায়িত্ব পাওয়ার জন্য সিবিএফকে ধন্যবাদ।”
তিনি আরও বলেন, “ব্রাজিলের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের। বহু ব্রাজিলিয়ান ফুটবলারকে কোচিং করিয়েছি। ওদের মধ্যে রয়েছে রোনাল্ডো, রিভাল্ডো, রোনাল্ডিনহো, কাফুরা। সাম্প্রতিককালে আমার কোচিংয়ে খেলেছে মিলিটাও, ভিনিসিয়াস, রদ্রিগোরা। তাই বলতে দ্বিধা নেই, ব্রাজিলের সঙ্গে আমার কোচিং কেরিয়ারের সম্পর্ক একদম শুরু থেকেই। তবে রিওতে এই প্রথমবার আসা।” আন্সেলোত্তি রিও আসার পর সিবিএফের তরফে এক বার্তায় বলেছে, ‘স্বাগত কার্লো আন্সেলোত্তি। এখন থেকে ব্রাজিলই আপনার ঘর।’ আগামী ৫ জুন ইকুয়েডর এবং ১০ জুন প্যারাগুয়ের বিরুদ্ধে দু’টি ম্যাচের দল ঘোষণা করেছেন আলেলোত্তি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.