Advertisement
Advertisement

Breaking News

Carlo Ancelotti

কর ফাঁকির অভিযোগ, ব্রাজিল কোচ অ্যান্সেলোত্তিকে এক বছরের কারাদণ্ড স্পেনের আদালতের

রিয়ালের কোচ থাকাকালীন মোটা অঙ্কের কর ফাঁকির অভিযোগ।

Carlo Ancelotti sentenced to one-year prison term by Spanish court
Published by: Subhajit Mandal
  • Posted:July 10, 2025 9:57 am
  • Updated:July 10, 2025 9:57 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেসি-রোনাল্ডোর পর এবার কার্লে অ্যান্সেলোত্তি। ব্রাজিল কোচকে কর ফাঁকির অভিযোগে দোষী সাব্যস্ত করল স্পেনের একটি আদালত। ইটালিয় কোচকে এক বছরের কারাদণ্ডের সাজাও শোনানো হয়েছে। যদিও শেষ পর্যন্ত জেল যেতে হবে না অ্যান্সেলোত্তিকে। জরিমানা দিয়েই মুক্তি পেতে পারেন তিনি।

Advertisement

২০১৩-২০১৫ এবং ২০২১-২০২৫ দুদফায় প্রায় ৭ বছর রিয়ালের কোচ ছিলেন অ্যান্সেলোত্তি। স্পেনের সরকারি আধিকারিকদের অভিযোগ, ২০১৪ সালে রিয়াল কোচ থাকাকালীন উপযুক্ত কর মেটাননি কার্লে। দীর্ঘদিন মামলা চলাকালীন বুধবার তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে। স্পেনের আদালত অ্যান্সেলোত্তিকে এক বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে। 

যদিও অ্যান্সেলোত্তির দাবি, তাঁর এই কর ফাঁকির বিষয়টি নিছকই অজ্ঞানতা। তাঁকে ক্লাবের তরফ থেকে ইমেজ স্বত্বের উপর কর দেওয়ার বিষয়টি জানানোই হয়নি। এটা অনিচ্ছাকৃত ভুল। তবে সে সাফাই ধোপে ঢেকেনি। শেষ পর্যন্ত শাস্তির মুখেই পড়তে হচ্ছে ব্রাজিল কোচকে। ২০১৫ সালেও একইভাবে কর ফাঁকির অভিযোগ উঠেছিল অ্যান্সেলোত্তির বিরুদ্ধে। তবে সেই অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও বড় শাস্তি এড়াতে পেরেছেন তিনি।

তবে তাঁকে জেলে থাকতে হবে না। স্পেনের নিয়ম অনুযায়ী, কারাদণ্ডের কথা উল্লেখ থাকলেও কর ফাঁকির জন্য কাউকে সেভাবে শ্রীঘরে থাকতে হয় না। জরিমানা দিয়েই মুক্তি মেলে। অতীতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসিকেও একই অভিযোগে বিদ্ধ করেছিল স্পেনের আদালত। তাঁদের কাউকেই জেলে থাকতে হয়নি শেষমেশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement