Advertisement
Advertisement
Champions League draw

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্র চূড়ান্ত, একাধিক হেভিওয়েট ম্যাচের অপেক্ষায় ফুটবলবিশ্ব

কঠিন প্রতিপক্ষের সামনে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, চেলসি।

Champions League draw: Liverpool, Arsenal and Chelsea discover 2025/26 opponents
Published by: Subhajit Mandal
  • Posted:August 29, 2025 11:10 am
  • Updated:August 29, 2025 11:10 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী মরশুমের জন্য উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র সম্পন্ন। চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন ফরম্যাটের ফলে আলাদা আলাদা গ্রুপ বিন্যাস না হলেও প্রতিটি বড় দলকেই একাধিক বড় দলের বিরুদ্ধে খেলতে হবে। বিশেষ করে স্পেনের দুই হেভিওয়েট ক্লাব বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদকে একাধিক কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে লড়তে হবে।

Advertisement

গত মরশুমেই নয়া অবতারে আত্মপ্রকাশ করেছে ইউরোপের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের। প্রথাগতভাবে আলাদা আলাদা গ্রুপ না করে ৩৬টি দলকে চারটি আলাদা আলাদা ‘পটে’ রাখা হয়েছে। প্রতিটি পটে ৯টি করে দল থাকবে। প্রতিটি দল আটটি করে ম্যাচ খেলবে। চারটি পট থেকেই দুটি করে দলের বিরুদ্ধে খেলতে হবে প্রতিটি দলকে। যার মধ্যে চারটি হোম ম্যাচ, চারটি অ্যাওয়ে ম্যাচ। পুরো গ্রুপ বিন্যাস হয়েছে সফটওয়্যারের মাধ্যমে।

ড্র অনুযায়ী ইউরোপের বড় ক্লাবগুলির প্রতিপক্ষ:

রিয়াল মাদ্রিদ:
ম্যাঞ্চেস্টার সিটি, লিভারপুল, জুভেন্টাস, বেনফিকা, মার্সেই, অলিম্পিয়াকস, মোনাকো ও কাইরাত আলমাতি
বার্সেলোনা:
পিএসজি, চেলসি, ফ্র্যাঙ্কফুর্ট, ক্লাব ব্রুজ, অলিম্পিয়াকস, স্লাভিয়া প্রাগ, কোপেনহাগেন, নিউক্যাসল
পিএসজি:
বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, আতলান্তা, বায়ার লেভারকুসেন, টটেনহ্যাম, স্পোর্টিং লিসবন, নিউক্যাসল, অ্যাথলেটিক বিলবাও
লিভারপুল:
রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, অ্যাটলেটিকো মাদ্রিদ, ফ্র্যাঙ্কফুর্ট, পিএসভি, মার্সেই, কারাবাগ, গালাতাসারে
ম্যান সিটি:
বরুশিয়া ডর্টমুন্ড, রিয়াল মাদ্রিদ, লেভারকুসেন, বিয়ারিয়াল, নাপোলি, বোদো, গালাতাসারে ও মোনাকো
চেলসি:
বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, বেনফিকা, আতালান্তা, আয়াখস, নাপোলি, পাফোস ও কারাবাগের
আর্সেনাল:
বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান, অ্যাটলেটিকো মাদ্রিদ, ক্লাব ব্রুজ, অলিম্পিয়াকস, স্লাভিয়া প্রাগ, কাইরাত আলমাতি, অ্যাথলেটিক বিলবাও
বায়ার্ন মিউনিখ:
চেলসি, পিএসজি, ক্লাব ব্রুজ, আর্সেনাল, স্পোর্টিং লিসবন, পিএসভি, ইউনিয়ন এসজি, পাফোস

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement