Advertisement
Advertisement
Club World Cup

মরশুমে পঞ্চম ট্রফির খোঁজে ক্লাব বিশ্বকাপ ফাইনালে পিএসজি, পালটা লড়াই দিতে তৈরি চেলসিও

ফাইনাল নামার আগে কোনওভাবেই আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন পিএসজি কোচ লুইস এনরিকে।

Chelsea FC and PSG will face each other in Club World Cup Final
Published by: Arpan Das
  • Posted:July 13, 2025 2:37 pm
  • Updated:July 13, 2025 3:12 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহা লড়াইয়ের চব্বিশ ঘণ্টা আগেই নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার দখল নিয়েছেন পিএসজির সমর্থকরা! রবিবার ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির বিরুদ্ধে খেলতে নামছে চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন পিএসজি। মরশুম জুড়েই দুর্দান্ত ফর্মে রয়েছে ক্লাব বিশ্বকাপ ফাইনাল ফরাসি ক্লাবটি। সমর্থকদের আশা, ক্লাব বিশ্বকাপের ফাইনালেও উড়বে তাদের পতাকা। এবং তা দেখতেই হাজার হাজার সমর্থক উপস্থিত হয়েছেন মার্কিন মুলুকে। তাঁদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে সেমিফাইনালে বিশ্বের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে দলের অভূতপূর্ব জয়।

Advertisement

তবে ফাইনাল নামার আগে কোনওভাবেই আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন পিএসজি কোচ লুইস এনরিকে। মরশুমে পঞ্চম ট্রফি জয়ের সামনে দাঁড়িয়ে থাকা এনরিকে ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে বলেছেন, “আমাদের প্রথম লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন হওয়া। খুবই গুরুত্বপূর্ণ ছিল আমাদের কাছে। গতবছর পিএসজিতে যখন যোগ দিয়েছিলাম, তখন এটাই আমার প্রধান লক্ষ্য ছিল। এবং রবিবার আমাদের সামনে আরও একটা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে। ক্লাব বিশ্বকাপ।”

২০২৪-২৫ মরশুমে লুইস এনরিকের দল চারটি ট্রফি জিতেছে। যার মধ্যে আছে ফরাসি লিগ, কুপে দে ফ্রান্স, ফ্রেঞ্চ সুপার কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ। এবার লক্ষ্য ক্লাব বিশ্বকাপ। কিন্তু চেলসিকে একেবারেই হালকা ভাবে নিচ্ছেন না এনরিকে। তিনি বলছেন, “ফাইনাল নিয়ে আমাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে। ম্যাচটা মোটেই সহজ হবে না। চেলসির কোচ এনজো মারেস্কার কোচিং আমার ভীষণ ভালো লাগে। মারেস্কার কোচিংয়ে চেলসি যেভাবে পাসিং ফুটবল খেলছে, তা মুগ্ধ করছে। ব্যক্তিগত দক্ষতা সম্পন্ন ফুটবলার রয়েছে ওদের দলে। একইসঙ্গে প্রত্যেকেই নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন। শারীরিকভাবে ভীষণই শক্তিশালী। আমার মনে হয়, ম্যাচটা ভীষণ ভীষণ কঠিন হতে চলেছে। তা ছাড়া চেলসি কনফারেন্স লিগে চ্যাম্পিয়ন হয়েছে। ইপিএলে চতুর্থ হয়েছে। ঘুরে দাঁড়াচ্ছে ওরা। আমাদের একশো শতাংশ দিতে হবে।”

পিএসজি’র সবচেয়ে বড় ভরসা উসমান ডেম্বেলে। অনেকেই তাঁকে এখন ব্যালন ডি’ওরের সবচেয়ে বড় দাবিদার বলে মনে করছেন। অন্যদিকে চেলসি কিছুটা অগোছালো হলেও কোল পামারের মতো শক্তিশালী ফুটবলার আছে। ক্লাব বিশ্বকাপ ফাইনালের আগে রকফেলার সেন্টারের মাথায় বসে দুই তারকার ফটোশুট করা হয়। মাঝখানে সুদৃশ্য ট্রফি। এবার দেখার ক্লাব বিশ্বকাপের তকমা কোন দলের জোটে?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ