Advertisement
Advertisement
Club World Cup

থামল আল হিলালের স্বপ্নের দৌড়, ক্লাব বিশ্বকাপের সেমিতে ফ্লুমিনেন্সে-চেলসি

কোয়ার্টার ফাইনালের ম্যাচে চোখের জলে স্মরণ প্রয়াত ফুটবলার দিয়োগো জোটাকে।

Club World Cup: Fluminense and Chelsea qualified for Semifinal beating Al Hilal and Palmeiras
Published by: Arpan Das
  • Posted:July 5, 2025 1:10 pm
  • Updated:July 5, 2025 1:57 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্লুমিনেন্সে-আল হিলালের ম্যাচ শুরুর সময় স্টেডিয়ামজুড়ে বেদনার স্রোত। সদ্য গাড়ি দুর্ঘটনায় প্রয়াত পর্তুগিজ ফুটবলার দিয়োগো জোটার স্মরণে নীরবতা পালন করলেন ফুটবলাররা। কেঁদে ভাসাচ্ছেন আল হিলালের দুই পর্তুগিজ ফুটবলার রুবেন নেভেস ও জোয়াও ক্যানসেলো। ম্যাচে অবশ্য জয় পেল ফ্লুমিনেন্সে। অন্য ম্যাচে পালমেইরাসকে হারিয়ে সেমিফাইনালে উঠল চেলসি।

Advertisement

কোয়ার্টার ফাইনালে ৪০ মিনিটে ফ্লুমিনেন্সেকে এগিয়ে দেন ম্যাথিউজ মার্টিনেলি। দূরপাল্লার গোলার মতো শটে আল হিলালের গোলকিপার ইয়াসির বোনোকে পরাস্ত করেন তিনি। ৫১ মিনিটে সমতা ফেরান লিওনার্দো। ৭০ মিনিটে ব্রাজিলের ক্লাবের হয়ে জয়সূচক গোল করেন হারকিউলিস। শেষ পর্যন্ত ২-১ গোলে জেতে থিয়াগো সিলভার দল ফ্লুমিনেন্সে। গ্রুপ পর্বে ডর্টমুন্ডের সঙ্গে ড্র, শেষ ষোলোয় ইন্টার মিলানকে হারানোর পর এবার সেমিতে উঠল ২০২৩-র ক্লাব বিশ্বকাপের রানার্স দল। অন্যদিকে রিয়ালের সঙ্গে ড্র, ম্যাঞ্চেস্টার সিটিকে হারানোর পর থামল আল হিলালের দৌড়।

শেষ আটের অন্য ম্যাচে ব্রাজিলের আরেক ক্লাব পালমেইরাসকে হারাল চেলসি। ১৬ মিনিটে ইংল্যান্ডের ক্লাবের হয়ে গোল করেন কোল পামার। ৫৩ মিনিটে সমতা ফেরাম এস্তেভাও। ঘটনাচক্রে, ব্রাজিলের ফুটবলারের পরবর্তী গন্তব্য চেলসিই। তবে ৮৩ মিনিটে ফের গোল হজম করে পালমেইরাস। মালো গুস্তোর শট গিয়ায়ের গায়ে লেগে গোলে ঢুকে যায়। চেলসিও ২-১ গোলে জেতে। এই ম্যাচেও পেদ্রো নেটোরা জোটার স্মরণে বিশেষ জার্সি তুলে ধরেন।

সেমিফাইনালে মুখোমুখি হবে চেলসি ও ফ্লুমিনেন্সে। কোয়ার্টার ফাইনালে শনিবার রাতেই মুখোমুখি হবে পিএসজি ও বায়ার্ন মিউনিখ এবং রিয়াল মাদ্রিদ ও ডর্টমুন্ড।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ