সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় ৯ বছরের প্রেমের সম্পর্ক। এবার কি বিয়ের বন্ধনে বাঁধা পড়ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? সম্প্রতি সিআর৭-র বান্ধবী জর্জিনা রদ্রিগেজের ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে সেই জল্পনা তীব্র হয়েছে। তার সঙ্গে চর্চা শুরু হয়েছে, কবে জর্জিনাকে বিয়ে করছেন রোনাল্ডো? ভেন্যুই বা কোথায়?
সম্প্রতি আংটি পরা হাতের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন জর্জিনা। ক্যাপশনে লেখেন, ‘আই ডু। এই জন্মে এবং আমার প্রত্যেকটা জন্মে’। বিয়ের সময়ে যে শপথবাক্য পাঠ করা হয়, তার অন্যতম গুরুত্বপূর্ণ বাক্য এটি। তাহলে কি বিয়ের প্রস্তাব দিয়ে ফেলেছেন রোনাল্ডো? এর আগেও বহুবার জর্জিনাকে ‘ওয়াইফ’ বা ‘স্ত্রী’ বলে উল্লেখ করেছেন পর্তুগিজ কিংবদন্তি।
এবার কার্যত প্রকাশ্যে এল রোনাল্ডোর বিয়ের পরিকল্পনা। স্পেনের এক বিখ্যাত সাংবাদিকের মতে, ২০২৬-র জুলাইয়ের পরপরই বিয়ে করতে পারেন রোনাল্ডো-জর্জিনা। আর প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, পর্তুগালেই বিয়ের সমস্ত আসর বসতে পারে। আসলে সামনের বছরই বিশ্বকাপ। ২০২৬-র জুন মাসের ১১ থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে বিশ্বকাপ। তারপরই বিয়ের বাঁধনে বাঁধা পড়বেন রোনাল্ডো।
রোনাল্ডোর বিয়ের গুঞ্জনের সঙ্গেই জোর চর্চা চলছে জর্জিনার আংটি নিয়েও। ছবি দেখে অনুমান, আংটির দৈর্ঘ্য লম্বায় প্রায় পাঁচ সেন্টিমিটার। মাঝে রয়েছে ডিম্বাকৃতি একটি বড় হিরে। তার দু’পাশে আরও দু’টি হিরে, কিছুটা ছোট মাপের। কারও মতে, আংটির মূল্য ২০ থেকে ৫০ লক্ষ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় এই অঙ্কটা ১৭ কোটি টাকা থেকে ৪২ কোটি টাকা। যদিও ওই সাংবাদিক বলছেন, “জর্জিনার ঘনিষ্ঠদের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। এটুকু বলতে পারি, রোনাল্ডো শুধু ওই রিংটা দেয়নি। একটা পোর্শে, দুটো ঘড়ি-সহ দামি পোশাক-আশাক দিয়েছে।”
উল্লেখ্য, ২০১৬ থেকে সম্পর্কে রয়েছেন রোনাল্ডো ও জর্জিনা। তাঁদের দুটি সন্তানও রয়েছে। সব মিলিয়ে পাঁচ সন্তান রয়েছে আল নাসের তারকার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.