সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই মহাদেশে দুই মহাতারকা। কিন্তু আজও একটা জিনিস বদলায়নি। গোল করে আল নাসেরকে জেতালেন রোনাল্ডো। ইন্টার মায়ামির হয়ে বিস্ময় গোল মেসির। কিন্তু ম্যাচের পর ক্ষমা চাইলেন সিআর৭। অন্যদিকে এলএম১০-র মাথায় চাপল জরিমানার বোঝা। কেন এই পরিস্থিতি?
সৌদি প্রো লিগে আল নাসেরের ম্যাচ ছিল আল ওয়েহদার বিরুদ্ধে। সেখানে ২-০ গোলে জেতে রোনাল্ডোর দল। সেই ম্যাচে আল নাসের পৌঁছয় প্রায় এক ঘণ্টা পরে। জানা যায়, যানজটের জন্য এই দেরি। ম্যাচ জয়ের পর সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নেন সিআর৭। তিনি বলেন, “প্রথমার্ধ খুব কঠিন ছিল। কারণ আমাদের বাস যানজটে আটকে ছিল। অন্য সব রাস্তা বন্ধ ছিল। ম্যাচ শুরু হতে দেরি হওয়ায় আমি আল নাসেরের পক্ষ থেকে ক্ষমা চাইছি।
মাঠে পৌঁছতে দেরি হলেও গোল করতে রোনাল্ডোর লাগল মাত্র ৪৮ মিনিট। দ্বিতীয়ার্ধ শুরু হতেই হেডে প্রথম গোল করেন তিনি। যা তাঁর কেরিয়ারের ৯২৫তম গোল। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে তাঁর ফ্রি-কিক থেকে পেনাল্টি পায় আল নাসের। কিন্তু রোনাল্ডো নিজে না মেরে সাদিও মানেকে পেনাল্টি মারতে দেন। ২-০ করে দেন মানে।
SIUUUU 🐐
Ronaldo’s header is good for the goal!
— FOX Soccer (@FOXSoccer)
অন্যদিকে আর্থিক জরিমানা হল মেসির। আগের নিউ ইয়র্ক এফসি-র ম্যাচে বিতর্কে জড়িয়েছিলেন ইন্টার মায়ামির অধিনায়ক। সেই ম্যাচ ২-২ গোলে ড্র হয়। ম্যাচের পর প্রতিপক্ষের সহকারী কোচের ঘাড় চেপে ধরেন। হাতাহাতিতে জড়িয়েছিলেন সুয়ারেজও। তাঁরও জরিমানা হয়েছে। তবে কত টাকা খেসারত দিতে হবে সেটা জানানো হয়নি।
মাঠের বাইরে যাই হোক না কেন, মাঠের মধ্যে মেসির পারফরম্যান্সে কোনও বদল নেই। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচে স্পোর্টিং কেসিকে ৩-১ গোলে হারাল মায়ামি। ১৯ মিনিটে প্রথম গোল করেন মেসি। বাঁদিক থেকে ভেসে আসা বল বুকে নামিয়ে বাঁ পায়ের ভলিতে জালে জড়িয়ে দেন। সেই গোলের ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়। মায়ামির হয়ে বাকি দুটি গোল আলেন্দে ও সুয়ারেজের। স্পোর্টিংয়ের হয়ে ব্যবধান কমান মেমো রদ্রিগেজ।
Lionel Andrés Messi.
All the angles of Messi’s incredible goal 🔥🔥🔥
— FOX Soccer (@FOXSoccer)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.