Advertisement
Advertisement
Cristiano Ronaldo

মুকুটে অনন্য পালক, বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার হলেন রোনাল্ডো

৪০ বছরের পর্তুগিজ ফুটবলার গড়লেন ইতিহাস।

Cristiano Ronaldo becomes first billionaire footballer
Published by: Biswadip Dey
  • Posted:October 8, 2025 9:13 pm
  • Updated:October 8, 2025 9:13 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত মাসেই জানা গিয়েছিল, প্রতিদ্বন্দ্বী মেসির থেকে তাঁর আয় দ্বিগুণ। শীর্ষ দশ ক্রীড়াবিদদের তালিকায় সবার উপরে তিনি। আর এবার জানা গেল আরেক আশ্চর্য তথ্য। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে বিলিয়নিয়ার হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালের মহাতারকার মোট সম্পত্তির পরিমাণ ১.৪ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যা ১২ হাজার ৪২৮ কোটি টাকারও বেশি। সাম্প্রতিক ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সের হিসেবে তাই বলছে।

Advertisement

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। গুচ্ছ গুচ্ছ রেকর্ড তাঁর নামের পাশে। গত দুই দশকেরও বেশি সময় ধরে পেশাদার ফুটবল খেলছেন তিনি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্তাসের মতো শীর্ষস্থানীয় ইউরোপিয়ান ক্লাবে খেলার পর ২০২৩ সালে তিনি যোগ দেন আল নাসেরে। দেখা যাচ্ছে, ২০০২ থেকে ২০২৩- এই সময়কালে স্রেফ বেতন বাবদই রোনাল্ডোর রোজগার সাড়ে পাঁচশো মিলিয়ন ডলার। ব্লুমবার্গের দেওয়া তথ্য থেকেই এমনটা জানা গিয়েছে। সম্প্রতি জানা গিয়েছে, সৌদি ক্লাবটির সঙ্গে ৪০০ মিলিয়ন ডলারের চুক্তি হয়েছে তাঁর। আর এর ফলে তিনি হয়ে গিয়েছেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। বার্ষিক বেতন ২৩৭.৫ মিলিয়ন ডলার। সঙ্গে বোনাস এবং ক্লাবের শেয়ারের ১৫ শতাংশ। চোখধাঁধানো এহেন চুক্তিতে আগামিদিনে রোনাল্ডোর সম্পত্তি যে আড়ে-বহরে আরও বাড়িয়ে তুলবে তা বলাই বাহুল্য। যদিও সৌদির ক্লাব আল নাসেরকে প্রথম ট্রফি এখনও দিতে পারেননি সিআর সেভেন।

কেবলই ক্লাবে খেলা বাবদ নয়। রোনাল্ডোর রোজগারের এক বড় উৎস এনডোর্সমেন্ট। নাইকের সঙ্গে দীর্ঘকালীন পার্টনারশিফ রয়েছে তাঁর। আর সে বাবদ বছরে তাঁর উপার্জন ১৮ মিলিয়ন ডলার। পাশাপাশি আর্মানি, ক্যাস্ট্রল, হার্বাল লাইফ বাবদ রোজগার করেছেন ১৭৫ মিলিয়ন ডলার। ফলে সেদিক থেকেও ফুলেফেঁপে উঠেছে ৪০ বছরের ফুটবলারের ব্যক্তিগত কোষাগার। আর এক্ষেত্রে তিনি অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন লিওনেল মেসিকে। এলএম১০ বিশ্বকাপ জিতেছেন। ব্যালন ডি অরও তাঁর সেলফেই বেশি। তবু এখনও পর্যন্ত করযোগ্য বেতনের হিসেবে তিনি ৬০০ মিলিয়ন ডলারের বেশি কামাতে পারেননি। রোজগারের অঙ্কে সবদিক থেকেই তাঁকে পিছনে ফেলেছেন রোনাল্ডো।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ