সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই না হলে বাপের বেটা! বাবার পদাঙ্ক অনুসরণ করেই পর্তুগালের জাতীয় দলে অভিষেক ঘটল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বড় ছেলে। তবে সিনিয়র দলে নয়, ক্রিশ্চিয়ানো জুনিয়র পর্তুগালের জার্সি পরে মাঠে নামলেন অনূর্ধ্ব ১৫ দলের হয়ে। গ্যালারিতে উপস্থিত ছিলেন তার ঠাকুমা তথা রোনাল্ডোর মা ডলোরেস আভেইরো।
মঙ্গলবার ভ্লাটকো মার্কোভিচ যুব টুর্নামেন্টে পর্তুগালের ম্যাচ ছিল জাপানের বিরুদ্ধে। সেখানে ৪-১ ব্যবধানে জেতে রোনাল্ডোর দেশ। হ্যাটট্রিক করেন রাফায়েল কাব্রাল। জুনিয়র অবশ্য মাঠে নামেন বদলি হিসেবে। ৫৪ মিনিটে নামলেও সকলের নজর কেড়েছে ১৪ বছর বয়সি প্রতিভা। সবচেয়ে বড় কথা, রোনাল্ডো তার প্রশংসায় পঞ্চমুখ। সোশাল মিডিয়ায় পর্তুগিজ কিংবদন্তি লিখেছেন, ‘অভিষেকের জন্য অভিনন্দন। তোমায় নিয়ে গর্বিত।’
গ্যালারিতে উপস্থিত ছিলেন রোনাল্ডোর মা ডলোরেস আভেইরো। ২০১০ সালের বিশ্বকাপের পর্তুগাল জার্সি পরে নাতির জন্য গলা ফাটান তিনি। ঘটনার গুরুত্ব এটাই যে, রোনাল্ডোর তারকা হয়ে ওঠার পিছনে ডলোরেসের অসংখ্য আত্মত্যাগ রয়েছে। আর জুনিয়রকেও গড়ে পিঠে নেওয়ার দায়িত্ব পালন করছেন তিনি। রোনাল্ডোপুত্রের অনুশীলনে নিয়মিত উপস্থিত থাকেন। পরিবারের ফুটবল পরম্পরা বজায় রাখতে ডলোরেসের ভূমিকাও কম নয়।
রোনাল্ডো রিয়ালে থাকাকালীন রিয়ালের অ্যাকাডেমিতে ভর্তি হয় তাঁর ছেলে। পরে সেখান থেকে জুভেন্তাস, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড হয়ে বাবার মতো জুনিয়রও এখন খেলছে আল-নাসেরে। বাবার মতোই গোল করতে পছন্দ করে সে। আল-নাসেরের হয় বেশ নজরকাড়া পারফরম্যান্সও দেখিয়েছে রোনাল্ডো দস সান্তোস জুনিয়র। সেই পারফরম্যান্সের সুবাদেই পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেল সে।
Parabéns pela estreia por , filho. Muito orgulho em ti!
— Cristiano Ronaldo (@Cristiano)
Cristiano Ronaldo’s mother was there for the start of his career and now she’s there for the start of Ronaldo Jr’s career.
— Anthony Sunnybobo (@OkoroAnthonySu1)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.