মহানুভবতার পরিচয় দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের একবার মন জিতলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। এবার এক দৃষ্টিহীন মহিলা সমর্থকের সঙ্গে ছবি তুলে ফের সমর্থকদের মন অনায়াসে জিতলেন আল নাসেরের (AL Nassr FC) মহাতারকা। সেই ভিডিও ভাইরাল হতে একেবারেই সময় লাগেনি।
এমন দৃশ্য দেখা গেল সৌদি লিগে আল নাসেরের হয়ে হ্যাটট্রিক করার পরে। খেলার শেষে সমর্থকদের সেলিব্রেশনের মধ্যে দিয়ে রোনাল্ডো বাড়ি ফিরছিলেন গাড়ি করে। সেই সময় দেখেন এক দৃষ্টিহীন কিশোরী তাঁর নাম ধরে উচ্ছ্বাস দেখাচ্ছেন। তিনি গাড়ি থেকে নেমে গাল টিপে আদর করেন ওই বিশেষভাবে সক্ষম কিশোরীকে। খেলার সময় দেখা গিয়েছে গ্যালারি থেকে সমানে রোনাল্ডোর নাম করে চিৎকার করছিল মেয়েটি। সেও ভাবতে পারেনি খেলা শেষে তার হিরো সামনে হাজির হয়ে ছবি তুলবেন। দেবেন সই করা একটি বল ও জার্সিও।
A wonderful clip of Cristiano Ronaldo with a blind Christian fangirl 💛
— Dino (@PepsiEra)
আপ্লুত কিশোরী তাঁর হিরো রোনাল্ডোকে বলেছেন, ‘আমি তোমার সবচেয়ে বড় ফ্যান।’কিশোরীকে জড়িয়ে ধরে রোনাল্ডোও পালটা বলেছেন, ‘আজ মনে হয় তোমার জন্যই ভাগ্যের সাহায্য পেয়েছিলাম, তাই নজির গড়তে পেরেছি।’ এত বড় তারকা হয়েও মনটা যে ফুলের মতো, সেটি আরও একবার প্রমাণ করলেন গোলার্ধের নামী তারকা।
সৌদি প্রো লিগে আল ফাতের বিরুদ্ধে ৫-০ গোলে জেতে আল নাসের। হ্যাটট্রিক করেন রোনাল্ডো। সেই ম্যাচে হ্যাটট্রিক করে রেকর্ডও গড়েছেন তিনি। তিনি প্রতি ম্যাচেই নিজেকে ছাপিয়ে যাচ্ছেন। দুই ম্যাচে ৫টি গোল হয়ে গেল সিআর সেভেনের।
এদিন অবশ্য ম্যাচের বাইরে অন্যভাবেও খবরে চলে এলেন পর্তুগিজ তারকা। তিনি এবার মানবিক হয়ে ওই কিশোরীর আবেদনের পূর্ণ মর্যাদা দিয়েছেন। সেই ভিডিও নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.