সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আল নাসেরের জার্সিতে ট্রফিজয়ের সুযোগ ফের হাতছাড়া! মাত্র ১৭ মিনিটে চার গোল হজম। শেষে মাঠেই মেজাজ হারালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সতীর্থদের উদ্দেশে বিতর্কিত অঙ্গভঙ্গিও করতে দেখা গেল তাঁকে।
শনিবার সৌদি সুপার কাপে আল হিলালের মুখোমুখি হয়েছিল আল নাসের। প্রথমার্ধে রোনাল্ডোর গোলে এগিয়ে গিয়েছিস আল নাসেরই। কিন্তু দ্বিতীয়ার্ধে আল হিলালের সামনে দাঁড়াতেই পারলেন না আল নাসের ফুটবলররা। মাত্র ১৭ মিনিটের মধ্যে ৪ গোল খেতে হল তাঁদের। যার ফলে ১-৪ গোলে হেরে ট্রফিজয়ের সুযোগ হাতাছাড়া হল রোনাল্ডোদের। গত বছরও এই আল হিলালের কাছেই সৌদি সুপার কাপ হেরেছিলেন রোনাল্ডোরা।
Ronaldo explodes his anger at Al-Nassr players and indicates that the team is asleep 😴😪
— Raj (@PremRaj184_)
দ্বিতীয়ার্ধে দলের এ হেন আত্মসমর্পণ মেনে নিতে পারেননি সি আর সেভেন। মাথা গরম করে ফেলেন। মাঠের মাঝে সেন্টার লাইনের কাছে দাঁড়িয়ে অশ্লীল ভঙ্গিতে ক্ষোভপ্রকাশ করে সতীর্থদের কিছু বলতে দেখা যায় তাঁকে। গোলরক্ষকের খেলায় বিশেষভাবে অখুশি ছিলেন রোনাল্ডো। মাঠের মাঝে দাঁড়িয়ে ঘুমের অঙ্গভঙ্গি করতে দেখা যায় তাঁকে। সোশাল মিডিয়ায় রোনাল্ডোর সেই ভিডিও ভাইরাল। তা নিয়ে বিতর্কও হচ্ছে।
আল নাসেরের জার্সিতে প্রায় দুবছর খেলা হয়ে গেল রোনাল্ডোর। রেকর্ড অঙ্কে তাঁকে কিনেছিল সৌদির ক্লাবটি। কিন্তু রোনাল্ডোর আগমনেও সেভাবে ভাগ্য বদলায়নি আল নাসেরের। গত দুবছরে মোটে একটি ট্রফি জিতেছে আল নাসের। একের পর এক ট্রফি হাতছাড়া হয়েছে রোনাল্ডোর ক্লাবের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.