Advertisement
Advertisement
Cristiano Ronaldo

দেশের ক্লাবের বিরুদ্ধে দুরন্ত হ্যাটট্রিক রোনাল্ডোর, জিতে সমর্থকদের বললেন…

গোটা ম্যাচে একাধিপত্য ছিল আল নাসরের।

Cristiano Ronaldo scores a stunning hat-trick
Published by: Prasenjit Dutta
  • Posted:August 8, 2025 4:02 pm
  • Updated:August 8, 2025 4:02 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স ৪০ পেরিয়েছে। কিন্তু গোলের খিদে এখনও কমেনি। প্রাক মরশুমের ম্যাচেও সেটাই দেখা যাচ্ছে। দুরন্ত ছন্দে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালের ক্লাব রিও আভের বিপক্ষে এবার হ্যাটট্রিক করলেন সিআর৭। আল নাসেরও ৪-০ ব্যবধানে হাসতে হাসতে জিতল। আর ম্যাচ জিতে সমর্থকদের বার্তাও দিলেন রোনাল্ডো।

Advertisement

শুরু থেকেই গতিময় ফুটবল খেলতে থাকে আল নাসের। ৩ মিনিটের মধ্যেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল তারা। রোলান্ডোর বাঁ পায়ের নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ১৫ মিনিটে সিমাকানের গোলে এগিয়ে যায় আল নাসের। ৪৪ মিনিটে প্রথম গোলের দেখা পান রোনাল্ডো। ফেলিক্সের অসাধারণ অ্যাসিস্টে ডান পায়ে নেওয়া শটে বল বিপক্ষের জালে জড়িয়ে দেন সিআর সেভেন। ২-০ গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করে আল নাসর।

দ্বিতীয়ার্ধে খেলার গতিপ্রকৃতি বদলায়নি। আগ্রাসী মেজাজ ধরে রাখে আল নাসেরের ফুটবলাররা। ৬৩ মিনিটে ওয়েসলির পাস থেকে হেডে লক্ষ্যভেদ রোনাল্ডোর। ৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক সম্পন্ন করেন রোনাল্ডো। শেষপর্যন্ত ৪-০ গোলে পর্তুগালের ক্লাবকে উড়িয়ে দেয় পর্তুগিজ কিংবদন্তির ক্লাব আল নাসের। ম্যাচের সেরা হন রোনাল্ডোই।

গোটা ম্যাচে একাধিপত্য ছিল আল নাসরের। ৬৮ শতাংশ বলের দখল ছিল তাদের। রোনাল্ডোরা গোলমুখী শট নিয়েছেন ৯টি। আল নাসেরের পরের ম্যাচ ১০ আগস্ট। প্রতিপক্ষ আলমেরিয়া। ম্যাচ শেষে সোশাল মিডিয়ায় সমর্থকদের উদ্দেশ্যে রোনাল্ডো লেখেন, ‘এখনও অনেক কিছু বাকি।’ মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই পোস্ট।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ