Advertisement
Advertisement
Cristiano Ronaldo

EXCLUSIVE: আল নাসের এলেও ভারতে খেলতে আসবেন না রোনাল্ডো, হতাশ ফুটবলপ্রেমীরা

এসিএল টু খেলতে গোয়ায় আসবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল।

Cristiano Ronaldo will not play in India for ACL 2
Published by: Anwesha Adhikary
  • Posted:August 15, 2025 1:21 pm
  • Updated:August 15, 2025 2:14 pm  

বিশেষ সংবাদদাতা: এসিএল টু খেলতে গোয়ায় আসবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল। তবে আল নাসেরের চুক্তি অনুযায়ী, পর্তুগিজ মহাতারকা নিজে ভারতে খেলতে আসবেন না। ফলে রোনাল্ডোর ফুটবল দেখা থেকে বঞ্চিতই থাকবেন ভারতের ফুটবলপ্রেমীরা। আসলে আল নাসেরের হয়ে খেললেও দলের অ্যাওয়ে ম্যাচে নামতে বাধ্য নন রোনাল্ডো। তাঁর চুক্তিতে এমনটাই লেখা রয়েছে।  

Advertisement

শুক্রবার সকালে এসিএল টু’য়ের গ্রুপ বিন্যাস প্রকাশিত হয়েছে। সেখানে গ্রুপ সি’তে রয়েছে মোহনবাগান। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু’য়ের গ্রুপ পর্বে মোহনবাগান খেলবে ইরানের সেপাহান এসসি, জর্ডনের আল হুসেইন ও তুর্কমেনিস্তানের আহাল এফসির বিরুদ্ধে। হোম এবং অ্যাওয়ে ম্যাচ খেলবে প্রত্যেক দল। অন্যদিকে গ্রুপ ডি’তে রয়েছে এফসি গোয়া। ওই গ্রুপে আল নাসের ছাড়াও রয়েছে আল জাওরা এসসি এবং এফসি ইস্তিকলোল।

নিয়ম অনুযায়ী, অ্যাওয়ে ম্যাচ খেলতে গোয়ায় আসবে আল নাসের। কিন্তু সেই দলের সঙ্গে রোনাল্ডো হয়তো গোয়ার মাঠে খেলতে নামবেন না সিআর সেভেন। কারণ আল নাসেরের সঙ্গে রোনাল্ডোর চুক্তি অনুযায়ী, দলের হয়ে অ্যাওয়ে ম্যাচ খেলতে তিনি বাধ্য নন। ফলে ভারতে রোনাল্ডো খেলতে আসবেন না, এমন সম্ভাবনাই প্রবল। অর্থাৎ মাঠে বসে রোনাল্ডোর খেলা দেখা থেকে বঞ্চিতই থাকবেন ভারতের ফুটবলপ্রেমীরা। 

উল্লেখ্য, গতবার এসিএল ২’তে মুম্বই সিটি এফসির সঙ্গে একই গ্রুপে ছিল আল হিলাল। সেসময়ে আল হিলালে ছিলেন ব্রাজিলীয় তারকা নেইমার। কিন্তু চোটের কারণে সেই ম্যাচে খেলতে পারেননি তিনি। ফলে নেইমারের ফুটবল দেখা থেকে বঞ্চিত ছিল ভারত। এবার রোনাল্ডোকে দেখার সুযোগও হাতছাড়া হল ভারতীয় ফুটবলপ্রেমীদের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement