Advertisement
Advertisement
Lionel Messi

শীতের শহরে মেসির সঙ্গে আসছেন ডেকো-আলভেজ, যুবভারতীতে থাকছেন অমিতাভও!

কলকাতায় উপস্থিত থাকতে পারেন বাতিস্তুতাও।

Dani Alves will also present with Lionel Messi in Yuva Bharati
Published by: Arpan Das
  • Posted:October 7, 2025 11:24 am
  • Updated:October 7, 2025 12:10 pm   

দুলাল দে: আপনি হয়তো মনে মনে পরিকল্পনা করে রেখেছেন, ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে যাবেন লিওনেল মেসিকে দেখতে। বিশ্বফুটবলের নায়ককে ঘরের মাঠে চাক্ষুষ করার জন্য দিন গুনছেন। সেরকম মানসিক প্রস্তুতি নিয়ে মাঠেও গেলেন। কিন্তু মাঠে গিয়ে যদি দেখেন, আপনার আরাধ্য ফুটবল দেবতা মেসির পাশে দাঁড়িয়ে আছেন, আরেক দুই প্রখ্যাত মেসির বার্সেলোনা সতীর্থ, তাহলে কেমন অনুভূতি হবে? আরাধ্য দেবতা দর্শনে গিয়ে দর্শন হয়ে যাবে আরও দুই ফুটবল দেবতার। একজন মেসির সতীর্থ হিসেবে একটা বার্সেলোনায় খেলা পর্তুগিজ তারকা ডেকো। অপরজন প্রখ্যাত ব্রাজিলিয়ান তারকা উইংব্যাক দানি আলভেজ। ভাবুন তো, সেই মুহূর্তে তাহলে যুবভারতীর পরিস্থিতিটা ঠিক কীরকম হবে? শোনা যাচ্ছে, সেদিন মাঠে উপস্থিত থাকতে পারেন ‘বাতি গোল’-ও। মানে, বাতিস্তুতা। অর্থাৎ, মেসি দর্শনে গিয়ে পৃথিবী দর্শন হয়ে যাবে।

Advertisement

আপাতত যা পরিস্থিতি, তাতে মেসির দলকে কিন্তু সংগঠকদের পক্ষ থেকে এখনও জানানো হয়নি, ডেকো আর দানি আলভেজকে উপস্থিত করানোর কথা। এই দুই প্রাক্তন বার্সেলোনা তারকাকে হাজির করিয়ে কলকাতার বুকে আর্জেন্টাইন তারকাকে চমকে দিতে চাইছেন সংগঠকরা। মোটামুটি ভাবে এরকমই পরিকল্পনা করা হয়েছে কলকাতায়।

এমনিতে ১৪ ডিসেম্বর মুম্বইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে মেসির আগমন ঘিরে চাঁদের হাট বসছে। শাহরুখ, আমির, ঋত্বিক, শচীন, ধোনি, বিরাট, শুভমান গিল, রণবীর কাপুর, সবাই হাজির থাকবেন মেসি দর্শনে। কিন্তু চমকের দিক থেকে কলকাতা কেন পিছিয়ে থাকবে?

মেসির পাশাপাশি ডেকো, দানি আলভেজ, বাতিস্তুতারা তো থাকবেনই। শোনা যাচ্ছে, বলিউডের বাদশা শাহরুখ খান যেহেতু মুম্বইতে মেসির অনুষ্ঠানে থাকবেন, কলকাতায় যুবভারতী ক্রীড়াঙ্গনে তাই হাজির থাকতে পারেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন।

১৩ ডিসেম্বর, কলকাতার যুবভারতীতে মেসি দর্শনকে কেন্দ্র করে যে মঞ্চ ভাবা হয়েছে, তাতে উপস্থিত থাকবেন অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এখানেই মঞ্চ ভাগ করে নিতে পারেন অমিতাভ বচ্চন। মুম্বই না করে অমিতাভ বচ্চনকে কলকাতায় নিয়ে আসার পিছনে যে পরিকল্পনা সাধিত হয়েছে, তাতে অমিতাভর কলকাতা যোগকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলার জামাই। তাই মুম্বই নয়। অমিতাভ বচ্চন মেসি দর্শনে হাজির হবেন কলকাতায়। শুধু তো উপস্থিতি নয়। মেসির সামনে তারকাদের ছোট একটা ফুটবল ম্যাচও হবে। মুম্বইদের তারকা ম্যাচে যেরকম বলিউড তারকারা খেলবেন ক্রিকেটারদের সঙ্গে। কলকাতাতেও সেরকম হবে। তবে অভিষেক বচ্চন, জন আব্রাহামরা মুম্বইয়ে না খেলে কলকাতায় চলে আসছেন তারকা ম্যাচ খেলার জন্য। সেভাবে বলতে গেলে এবারে যে মেসির ভারত দর্শন, তাতে ১৩ ডিসেম্বর কলকাতাতেই মেসির প্রথম পা রাখা হবে। আর তাই কলকাতার অনুষ্ঠানটিকে জাঁকজমক করতে চাইছেন সংগঠকরা। চেষ্টা হচ্ছে মেসির ম্যাচকে কেন্দ্র করে যত বেশি সম্ভব তারকাকে সেদিন যুবভারতীতে হাজির করানো।

যুবভারতীতে মেসি দর্শনের জন্য অনলাইনে টিকিট ছাড়া হবে ৮ অক্টোবর থেকে। কিন্তু তার আগেই যে ভাবে টিকিটের চাহিদা, তাতে যে পরিমাণ টিকিট রাখা হয়েছে বিক্রির জন্য, তার থেকে বেশি আবেদন ইতিমধ্যেই জমা পড়ে গিয়েছে। ফলে মেসি দর্শন নিয়ে টিকিটের যে একটা হাহাকার তৈরি হবে, তা এখন থেকেই বলে দেওয়া যায়।

১৩ ডিসেম্বর কলকাতা কাটিয়ে সেদিন রাতেই মুম্বই চলে যাবেন মেসি। সেখানে প্রথমে আদানি গ্রুপের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। তারপর প্রাক্তন ফেডারেশন সভাপতি প্রফুল্ল প্যাটেলের সঙ্গেও সাক্ষাতের পরিকল্পনা রয়েছে। ১৪ ডিসেম্বর সারাদিন মুম্বইয়ে কাটিয়ে রাতেই মেসি চলে যাবেন দিল্লি। সেখানে পরের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রাতরাশে মিলিত হবেন আর্জেন্টাইন তারকা। সঙ্গে থাকবেন প্রফুল্ল প‌্যাটেল অনুষ্ঠান অরুণ জেটলি স্টেডিয়ামেও। অনুষ্ঠান শেষে সেদিন রাতেই ভারত ছাড়বেন মেসি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ